Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mike Shinoda

লিঙ্কিন পার্কের চেস্টার বেনিংটন আর নেই!

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ লস অ্যাঞ্জেলসের পালোস ভার্দোস স্টেটে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় দেহ। চেস্টার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

চির বিদায়... ছবি: ইনস্টাগ্রামে চেস্টারের ফ্যান পেজের সৌজন্যে।

চির বিদায়... ছবি: ইনস্টাগ্রামে চেস্টারের ফ্যান পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৪:০৭
Share: Save:

রক মিউজিকের জগতে ইন্দ্রপতন। নিজের বাড়ি থেকেই লিঙ্কিন পার্কের লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ লস অ্যাঞ্জেলসের পালোস ভার্দোস স্টেটে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় দেহ। চেস্টার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মাত্র ৪১ বছর বয়সে থেমে গেল চেস্টারের সৃষ্টি। ব্যান্ডের তরফে চেস্টারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

টুইটারে চেস্টারের পোস্ট করা শেষ প্রোফাইল পিকচার

পরিবার বাইরে থাকায়, শেষ কিছু দিন ধরে ফ্ল্যাটে একাই ছিলেন চেস্টার। ঘুরে ঘুরে প্রচারের কাজ চলছিল নতুন অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’-এর। আগামী ২৭ জুলাই ম্যাসাচুসেটসে শেষ হওয়ার কথা ছিল প্রচার। কিন্তু তার আগেই সব শেষ। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ফের এক বার বিয়ে করেন চেস্টার। তাঁর ছ’জন সন্তান রয়েছেন।

১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় রক ব্যান্ড ‘লিঙ্কিন পার্ক’-এর জন্ম। ২০০০-এ ‘হাইব্রিড থিওরি’ অ্যালবাম প্রকাশের পরই আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ড। লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটনের লাইভ শো মন কেড়ে নেয় হাজার হাজার মানুষের। দেশ-বিদেশ ঘুরে ‘লিঙ্কিন পার্ক’-এর এক একটি লাইভ শো রূপ নেয় এক একটি উৎসবের। রক, হিপ-হপ এবং ইলেকট্রনিকার ককটেলে ‘লিঙ্কিন পার্ক’ হয়ে ওঠে ‘অল টাইম ফেভারিট’। এখনও পর্যন্ত সাতটি রিলিজ হওয়া অ্যালবাম রক মিউজিকের জগতে অন্যতম সেরা সম্পদ।

আরও পড়ুন, গুরুগ্রামের ফ্ল্যাট থেকে উদ্ধার ‘জগ্গা জাসুস’এর অভিনেত্রীর ঝুলন্ত দেহ

চলতি বছরের মে মাসেই চেস্টারের বন্ধু ও গায়ক ক্রিস কর্নেলও আত্মঘাতী হন। বন্ধু বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন চেস্টার। কর্নেলের শেষকৃত্যে পারফর্মও করে বলেছিলেন, ‘‘আমি তোমাকে ছাড়া পৃথিবী ভাবতেই পারি না।’’ ঘটনার অদ্ভুত সমাপতন হল, চেস্টারের মৃত্যুদিনই ছিল, বন্ধু ক্রিসের ৫৩তম জন্মদিন!

প্রিয় বন্ধু। ক্রিস কর্নেল ও চেস্টার বেনিংটন। ছবি: ইনস্টাগ্রাম।

গুণমুগ্ধরা বলে থাকেন, চেস্টারের কণ্ঠে এক দিকে যেমন কোমলতা রয়েছে, তেমনই রয়েছে উন্মাদনা, ভরপুর প্রাণশক্তি। কিন্তু বৃহস্পতিবার সব ক্ষমতাই হার মানল চূড়ান্ত অবসাদের কাছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টুইটে শোক প্রকাশ করেছেন তাঁর বন্ধু এবং অনুরাগীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE