Advertisement
১৭ এপ্রিল ২০২৪

কানে পুরস্কারের দৌড়ে এফটিআইআই-এর ছাত্রীর শর্টফিল্ম

বেশ জাঁকজমকভাবেই শুরু হয়ে গিয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। আর চলতি বছরেই কানে জায়গা করে নিয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউট অব ইন্ডিয়ার তৃতীয় বর্ষের এক ছাত্রীর শর্ট ফিল্ম। কানের সিনেফন্ডেশন সেকশনে দেখান হবে পায়েল কপাডিয়ার শর্ট ফিল্ম ‘আফটারনুন ক্লাউডস্’।

পায়েল কপাডিয়া।

পায়েল কপাডিয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৫:০৫
Share: Save:

বেশ জাঁকজমকভাবেই শুরু হয়ে গিয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। আর চলতি বছরেই কানে জায়গা করে নিয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউট অব ইন্ডিয়ার তৃতীয় বর্ষের এক ছাত্রীর শর্ট ফিল্ম। কানের সিনেফন্ডেশন সেকশনে দেখান হবে পায়েল কপাডিয়ার শর্ট ফিল্ম ‘আফটারনুন ক্লাউডস্’। এই বিভাগেই গত বছরে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউটের ছাত্র সৌরভ রাইয়ের ‘গুড়’।

কানের সিনেফন্ডেশন সেকশনে এই বছরে জমা পড়েছিল মোট ২৬০০ স্বল্প দৈর্ঘের ছবি। এর মধ্যে ১৬টি শর্ট ফিল্ম বেছে নিয়েছে সিনেফন্ডেশন বিভাগ। ১৬টি শর্টের মধ্যে ১৪টি ‘ওয়ার্ক অব ফিকশন’ এবং দুটি অ্যানিমেটড ছবি। পায়েল কপাডিয়ার ১৩ মিনিটের ‘আফটারনুন ক্লাউডস্’ এই ১৬টি ছবির মধ্যে একটি। সিনেফন্ডেশনের ২০ বছর পূর্তি উপলক্ষে মোট ১৪টি দেশের ফিল্ম স্কুল থেকে ছবি জমা নেওয়া হয়েছে। পুণের ফিল্ম ইন্সটিউট ছাড়াও ইজরায়েলের স্টিভ টিসক্ স্কুল এবং ফ্রান্সের লা ফেমিস-এর মতো বিখ্যাত দুই ফিল্ম স্কুল থেকে স্বল্প দৈর্ঘের ছবি জমা পড়েছে।

৬০ বছরের এক বিধবা মহিলার গল্প ধরা পড়েছে ‘আফটারনুন ক্লাউডস্’-এ। বিধবা মহিলার সঙ্গে থাকেন তাঁর নেপালি পরিচারিকা মালতী। একটা দুপুর বেলার গল্প নিয়েই গড়ে উঠেছে ‘আফটারনুন ক্লাউডস্’। ছবিতে অভিনয় করছেন উষা নায়েক এবং ত্রিমালা অধিকারী। এর আগে এঁরা নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘হারামখোর’ ছবিতে অভিনয় করেছেন।

‘আফ্টারনুন ক্লাউডস্’ এর একটি দৃশ্য। ছবি সৌজন্যে ফেসবুক।

সমসাময়িক শিল্পী নলিনী মালানির কন্যা পায়েল তাঁর ইন্সটিউটের চার বন্ধুর সঙ্গে তৈরি করেছেন ছবিটি। ‘আফটারনুন ক্লাউডস্’ পায়েল কপাডিয়ার দ্বিতীয় বর্ষের ফাইনাল প্রজেক্ট। ছবিতে চিত্রগ্রহণ করেছেন ময়ঙ্ক খুরানা, শব্দ পরিকল্পনা করেছেন শ্রেয়াঙ্ক ননজপ্পা। ঘনশ্যাম শিম্পি ছবির এডিটর, এবং শিল্প নির্দেশনা করেছেন দর্পণ চাওলা। ১৩ মিনিটের এই ছবিটি তৈরি করতে ওঁদের সময় লেগেছে ১৫ দিন।

ব্যক্তিগত আবেগের জায়গা থেকে ‘আফটারনুন ক্লাউডস্’ তৈরি করেছেন পায়েল কপাডিয়া। পায়েল বলছেন ‘আমার ঠাকুমার আমার খুব কাছের মানুষ ছিলেন। বিয়ের আগের একজন ‘সিঙ্গল’ মহিলা আর স্বামীর চলে যাওয়ার পরে একজন ‘সিঙ্গল’ মহিলা- এই দুজনকেই আমি কাছ থেকে দেখেছি। আর সেটাই তুলে ধরেছি এখানে। ডিজিটাল মোডে ছবিটি শুট করতে আমি চাইনি, তাই পুরোটাই সেলুলয়েডে শ্যুটিং করেছি।’ আগামী ২৬ মে জানা যাবে পায়েলের ‘আফটারনুন ক্লাউডস্’ কানের জুড়ি মেম্বরদের মন জয় করতে পারল কি না।

আরও পড়ুন: প্রকাশ্যে শুভশ্রীকে রাজ বললেন, ‘লভ ইউ’?

পায়েলের ছবি ছাড়াও প্রিয়ঙ্কা চোপড়া প্রযোজিত সিকিমিজ ছবি ‘পহুনা’ও দেখানো হবে এ বারের কান চলচ্চিত্র উৎসবে। প্রখ্যাত শেফ বিকাশ খন্না পরিচালিত ছবি ‘বেরিড সিডস্’-এরও স্ক্রিনিং হবে এখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE