Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

টুকরো ছবিতে এ বারের অস্কার

উজ্জ্বল মুহূর্ত সত্ত্বেও বিতর্ক-বিপত্তি পিছু ছাড়ল না এ বারের অস্কার অনুষ্ঠানে। ৮৯তম অস্কারমঞ্চে প্রতিবাদের ঝড়ের পাশাপাশি বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল হলিউড তথা গোটা বিশ্ব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৪০
Share: Save:
০১ ১০
কড়া টক্করে ‘লা লা ল্যান্ড’কে ছাপিয়ে বাজিমাত ‘মুনলাইট’-এর।<br>
সেরা ফিল্মের পুরস্কার নিতে মঞ্চে পরিচালক ব্যারি জেনকিনস ও কলাকুশলীরা।

কড়া টক্করে ‘লা লা ল্যান্ড’কে ছাপিয়ে বাজিমাত ‘মুনলাইট’-এর।<br> সেরা ফিল্মের পুরস্কার নিতে মঞ্চে পরিচালক ব্যারি জেনকিনস ও কলাকুশলীরা।

০২ ১০
গোল্ডেন গ্লোব, বাফটার পর অবশেষে হাতে এল অস্কার!<br>
পারিশ্রমিকের নিরিখে ২০১৫-তে হলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন এমা স্টোন।

গোল্ডেন গ্লোব, বাফটার পর অবশেষে হাতে এল অস্কার!<br> পারিশ্রমিকের নিরিখে ২০১৫-তে হলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন এমা স্টোন।

০৩ ১০
খানিকটা অঘটন তো বটেই। ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং নন,<br>
‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ফিল্মের জন্য সেরা অভিনেতা হলেন কেসি অ্যাফলেক।

খানিকটা অঘটন তো বটেই। ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং নন,<br> ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ফিল্মের জন্য সেরা অভিনেতা হলেন কেসি অ্যাফলেক।

০৪ ১০
‘অল অ্যাবাইট ইভ’ ও ‘টাইটানিক’-এর মতোই মোট ১৪টা অস্কার মনোনয়ন নিয়ে<br>
আগেই রেকর্ড গড়েছিল ‘লা লা ল্যান্ড’। তবে শেষমেশ ৭টি বিভাগে অস্কার জুটল এই ফিল্মের।

‘অল অ্যাবাইট ইভ’ ও ‘টাইটানিক’-এর মতোই মোট ১৪টা অস্কার মনোনয়ন নিয়ে<br> আগেই রেকর্ড গড়েছিল ‘লা লা ল্যান্ড’। তবে শেষমেশ ৭টি বিভাগে অস্কার জুটল এই ফিল্মের।

০৭ ১০
এর আগে মার্কিন থিয়েটারের মঞ্চে ‘ফেন্সেস’-এ একই চরিত্রের জন্য<br>
টোনি অ্যাওয়ার্ড জিতেছিলেন ভায়োলা ডেভিস। এ বার অস্কারও ছিনিয়ে নিলেন তিনি।

এর আগে মার্কিন থিয়েটারের মঞ্চে ‘ফেন্সেস’-এ একই চরিত্রের জন্য<br> টোনি অ্যাওয়ার্ড জিতেছিলেন ভায়োলা ডেভিস। এ বার অস্কারও ছিনিয়ে নিলেন তিনি।

০৮ ১০
ঘোষণা করতে গিয়ে বিপত্তি ঘটালেন অভিনেতা ওয়ারেন বেটি।<br>
‘মুনলাইট’-এর বদলে উচ্চারণ করে ফেললেন ‘লা লা ল্যান্ড’-এর নাম।

ঘোষণা করতে গিয়ে বিপত্তি ঘটালেন অভিনেতা ওয়ারেন বেটি।<br> ‘মুনলাইট’-এর বদলে উচ্চারণ করে ফেললেন ‘লা লা ল্যান্ড’-এর নাম।

০৯ ১০
মঞ্চে অনুপস্থিত সেরা বিদেশি ছবির পুরস্কার জয়ী ইরানের পরিচালক আজগর ফারহাদি।<br>
তবে খোলা চিঠিতে তাঁর প্রতিবাদী কণ্ঠ ছড়িয়ে পড়ল। মার্কিন প্রেসিডেন্ট<br>
ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন ফারহাদি।

মঞ্চে অনুপস্থিত সেরা বিদেশি ছবির পুরস্কার জয়ী ইরানের পরিচালক আজগর ফারহাদি।<br> তবে খোলা চিঠিতে তাঁর প্রতিবাদী কণ্ঠ ছড়িয়ে পড়ল। মার্কিন প্রেসিডেন্ট<br> ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন ফারহাদি।

১০ ১০
প্রথম বার অস্কার হোস্ট হিসাবে এসেই বেশ শোরগোল ফেলে দিলেন জিমি কিমেল।<br>
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে অনুষ্ঠানের শুরুতেই সুর চড়ালেন তিনি।

প্রথম বার অস্কার হোস্ট হিসাবে এসেই বেশ শোরগোল ফেলে দিলেন জিমি কিমেল।<br> মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে অনুষ্ঠানের শুরুতেই সুর চড়ালেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE