Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুক্তি পেল ‘হালদা’র ট্রেলার

সাম্প্রতিক অতীতে এমন গল্প নিয়ে কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি। কিন্তু ‘হালদা’ অনেকটাই আলাদা। অন্তত ট্রেলারে এমন ইঙ্গিতই দিলেন তৌকীর। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। পোস্টার, গান, টিজারের পর এবার ট্রেলার রিলিজ হল।

‘হালদা’ ছবির একটি দৃশ্য।

‘হালদা’ ছবির একটি দৃশ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ২০:৫৯
Share: Save:

তিতাসের মতোই হালদা একটি নদীর নাম। সেই হালদা পাড়ের মানুষের জীবন আর সংগ্রামটাই সেলুলয়েডে বুনেছেন নির্মাতা তৌকির আহমেদ। নাম দিয়েছেন ‘হালদা’। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে প্রকাশিত হল ট্রেলার।

সাম্প্রতিক অতীতে এমন গল্প নিয়ে কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি। কিন্তু ‘হালদা’ অনেকটাই আলাদা। অন্তত ট্রেলারে এমন ইঙ্গিতই দিলেন তৌকীর। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। পোস্টার, গান, টিজারের পর এবার ট্রেলার রিলিজ হল।

আরও পড়ুন:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘বিলের ডায়েরি’

বিগ বস ১১-র ঘর থেকে বাদ ঢিনচ্যাক পূজা

‘হালদা’র ট্রেলারে উঠে এসেছে বাংলার নদী পাড়ের মানুষর সংগ্রামী জীবন। প্রকৃতি ও মোড়লদের বিরুদ্ধে যুদ্ধ করে কীভাবে টিকে আছে জেলে সম্প্রদায়। প্রান্তিক অঞ্চলের মানুষের দুঃখ, আনন্দ, বেদনা সবই চিত্রায়ন করেছেন এই ছবিতে। শুধু তাই নয়, বাংলার প্রায় হারাতে বসা গৌরবজ্জ্বল ঐতিহ্য’র ছোঁয়াও সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, জাহিদ হাসান, রুনা খান, দিলার জামান, মোমেনা চৌধুরীর মতো অভিনেতারা। ‘হালদা’র সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haldaa Movie Movie Trailer হালদা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE