Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

রণবীরকে নিয়ে গসিপ সামলাতে জাহ্নবীকে কী টিপ্‌স দিলেন শ্রীদেবী?

রণবীর-জাহ্নবীকে ঘিরে ঠিক কী জল্পনা শুরু হয়েছে? বলিমহলে আজকাল কান পাতলে শোনা যাচ্ছে, জাহ্নবী নাকি একটি ফিল্মি পার্টিতে গিয়ে রণবীরের পিছুধাওয়া করেছেন। শুনে তো এক্কেবারে আকাশ থেকে পড়েছেন শ্রীদেবীর বড় মেয়ে।

মায়ের কাছ থেকে বেশ মূল্যবান টিপ্‌স পেলেন মেয়ে। ছবি: সংগৃহীত।

মায়ের কাছ থেকে বেশ মূল্যবান টিপ্‌স পেলেন মেয়ে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ২১:২১
Share: Save:

বড় পর্দায় এখনও পা রাখেননি। ইতিমধ্যেই রীতিমতো স্টার জাহ্নবী। পেজ থ্রি-র পাতায় তো হামেশাই ভেসে ওঠেন। তবে বলিউডি গসিপ থেকে নিজেকে কী ভাবে বাঁচিয়ে চলতে হয় তা বোধহয় এখনও রপ্ত হয়নি তাঁর। না হলে রণবীর কপূরের সঙ্গে তাঁকে জড়িয়ে যে গসিপ শুরু হয়েছে তাতে এতটা বিচলিত হন? আর কেউ নন, স্বয়ং শ্রীদেবীর কাছ থেকেই গসিপ সামলানোর টিপ্‌স পেয়েছেন জাহ্নবী।

আরও পড়ুন

শাহরুখের প্রেমে হাবুডুবু খাচ্ছে ‘রাধা’!

রণবীর-জাহ্নবীকে ঘিরে ঠিক কী জল্পনা শুরু হয়েছে? বলিমহলে আজকাল কান পাতলে শোনা যাচ্ছে, জাহ্নবী নাকি একটি ফিল্মি পার্টিতে গিয়ে রণবীরের পিছুধাওয়া করেছেন। শুনে তো এক্কেবারে আকাশ থেকে পড়েছেন শ্রীদেবীর বড় মেয়ে। মাকে নাকি জাহ্নবী বলেছেন, “আমি তো সে সময় গৌরি আন্টির সঙ্গে ছিলাম।” আসলে হয়েছিল কী, পার্টিতে পা রাখামাত্রই নাকি জাহ্নবীকে দেখে এগিয়ে আসেন রণবীর। আর এমনিতেই রণবীরের উপর ক্রাশ রয়েছে জাহ্নবীর। ফলে সেই রণবীরই যখন সামনে এসে দাঁড়ালেন তখন তাঁকে দেখে তো মুগ্ধ হবেনই তিনি। দু’জনকে একসঙ্গে দেখেই শুরু হয়ে যায় জমাটি গসিপ। যদিও সে সময় পরিচালক গৌরি শিন্দের সঙ্গে ছিলেন জাহ্নবী। তবে মেয়েকে শ্রীদেবী বলেছেন, “ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড! গসিপ তো চলবেই। এই ইন্ডাস্ট্রির অংশ হতে হলে এ সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে।”

রণবীরের উপর নাকি ক্রাশ রয়েছে জাহ্নবীর। ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে, ১৯ বছরের জাহ্নবীকে নিজের আগামী ফিল্মে লঞ্চ করবেন কর্ণ জোহর। আর তার আগে মায়ের কাছ থেকে বেশ মূল্যবান টিপ্‌স পেলেন মেয়ে। মূল্যবান হবে না-ই কেন, ১৯৭৫-এর ‘জুলি’ দিয়ে বলিউড ডেবিউ করেছিলেন শ্রীদেবী। নয় নয় করে বলিউডে কাটানো হয়ে গেল প্রায় চার দশক। মেয়েকে তাঁর আরও পরামর্শ, “এই ইন্ডাস্ট্রিতে কাজ করার কথা স্থির করার পর সব কিছুর মুখোমুখি হওয়ার জন্যই তৈরি থাকতে হবে। পরিশ্রমী হওয়ার পাশাপাশি মানসিক ভাবেও দৃঢ় হতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE