Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

প্রভাসকে বিয়ে করতে চান? এই গুণগুলো আছে তো?

‘বয়স ৩৬। যোদ্ধা। উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি। পাহাড়ে চড়তে পারেন। …দারুণ মেকআপ করতে পারে। চাইলে পাত্রীর মেকআপও পাত্র নিজেই করে দেবে।’ পাত্রী চাই এর বিজ্ঞাপনে বিবিধ গুণাবলীর সঙ্গে পাত্রের মেকআপের গুণাবলীও যুক্ত হয়েছে। না! পাত্র মেকআপ আর্টিস্ট নন। তিনি অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১৩:৪৬
Share: Save:

‘বয়স ৩৬। যোদ্ধা। উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি। পাহাড়ে চড়তে পারেন। …দারুণ মেকআপ করতে পারে। চাইলে পাত্রীর মেকআপও পাত্র নিজেই করে দেবে।’ পাত্রী চাই এর বিজ্ঞাপনে বিবিধ গুণাবলীর সঙ্গে পাত্রের মেকআপের গুণাবলীও যুক্ত হয়েছে। না! পাত্র মেকআপ আর্টিস্ট নন। তিনি অভিনেতা। এই মুহূর্তে দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলার। জানেন এই পাত্র কে?

আরও পড়ুন, এই নায়িকা গোপনে ফলো করেন শাহরুখকে!

ইনি হলেন ‘বাহুবলী’। অর্থাত্ প্রভাস। আর তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় ‘পাত্রী চাই’-এর বিজ্ঞাপন দিলেন প্রভাসের সহ অভিনেতা রানা ডগ্গুবতী। শুধু তাই নয়, কেমন পাত্রী পছন্দ, রয়েছে তারও বিবরণ। রানা মজা করে জানিয়েছেন, পাত্রীকে সুন্দরী হতে হবে। পাশাপাশি জঙ্গল, পাহাড়কে ভালবাসতে হবে। আর অবশ্যই অস্ত্র চালনার সাধারণ জ্ঞান থাকতে হবে।

‘বাহুবলী ২’ ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম ১৫০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন প্রভাস। মজা করেই তাঁর বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছেন রানা। সে যাই হোক না কেন প্রভাসের পাত্রী হওয়ার জন্য আপনি কি তৈরি?

‘বাহুবলী ২’ ইতিমধ্যেই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম ১৫০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। অমরেন্দ্র ও মহেন্দ্র বাহুবলীর ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন প্রভাস। মজা করেই তাঁর বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছেন রানা। সে যাই হোক না কেন প্রভাসের পাত্রী হওয়ার জন্য আপনি কি তৈরি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baahubali 2 Prabhas Film Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE