Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাংলা ছবির প্রচারে কলকাতায় ইমতিয়াজ

শুধুমাত্র ভাল ছবি তৈরি করাই নয়, যে কোনও উৎকৃষ্ট ছবির জন্য হাত বাড়িয়ে দিতে রাজি পরিচালক ইমতিয়াজ আলি। সম্প্রতি বাংলা ছবির প্রচারের জন্য শহরে এসেছেন এই পরিচালক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share: Save:

শুধুমাত্র ভাল ছবি তৈরি করাই নয়, যে কোনও উৎকৃষ্ট ছবির জন্য হাত বাড়িয়ে দিতে রাজি পরিচালক ইমতিয়াজ আলি। সম্প্রতি বাংলা ছবির প্রচারের জন্য শহরে এসেছেন এই পরিচালক। দীর্ঘ দিন ধরে বিজ্ঞাপনের কাজে ছবি তৈরি করলেও এই প্রথম বড় পর্দার জন্য ছবি পরিচালনা করবেন বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘তিন কাহন’ ইতিমধ্যেই বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে। ১১ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাবে ছবিটি। তার আগে, ছবির ফাইনাল প্রোমোশনের জন্য কলকাতা এসে পৌঁছন ইমতিয়াজ। ‘তিন কাহন’ নিয়ে আশাবাদী তিনি। তাঁর কথায়, ‘‘বাংলা ছবির জগতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের যুগ ফিরে আসতে পারে ‘তিন কাহনে’র হাত ধরে।’’ একটি ফেস্টিভ্যালে ইমতিয়াজ ছবিটি দেখে মুগ্ধ হন। এমনকী, ছবির প্রোমোশনের জন্য পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের অনুরোধে এক কথায় রাজিও হয়ে যান ইমতিয়াজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Imtiaz Ali Bauddhayan Mukherji Highway Teenkahon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE