Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

জোর করে ‘সিমরন’ ছবির সহ-লেখিকা হলেন কঙ্গনা?

ফের বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ বার জোর করে তাঁর আসন্ন ছবি ‘সিমরন’-এ সহ-লেখিকা হিসেবে নিজের নাম জুড়ে দেওয়ার অভিযোগ উঠল কঙ্গনার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ছবির চিত্রনাট্যকার অপূর্ব আসরানি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৫:১১
Share: Save:

ফের বিতর্কে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ বার জোর করে তাঁর আসন্ন ছবি ‘সিমরন’-এ সহ-লেখিকা হিসেবে নিজের নাম জুড়ে দেওয়ার অভিযোগ উঠল কঙ্গনার বিরুদ্ধে। অভিযোগ করেছেন ছবির চিত্রনাট্যকার অপূর্ব আসরানি। সোশ্যাল মিডিয়ায় অপূর্ব দাবি করেছেন, পরিচালক হংসল মেহেতার চাপে পরে সহ-লেখিকা হিসেবে কঙ্গনার নাম ‘সিমরন’-এ জুড়ে দেওয়া হয়। তাঁকে জানানো হয়, এই শর্তে রাজি না হলে নাকি এই ছবিতে অভিনয় করাই বন্ধ করে দিতে পারেন কঙ্গনা!

বিষয়টি ঠিক কী?

আরও পড়ুন, মিয়ামিতে প্রিয়াঙ্কার বোল্ড লুকের ছবি ভাইরাল

ফেসবুকে অপূর্ব জানিয়েছেন, ‘আলিগড়’-এর পর পরিচালক হংসল মেহেতা তাঁকে সংবাদপত্রে প্রকাশিত একটি খবর পাঠিয়েছিলেন। মার্কিন মুলুকে এক মহিলা কী ভাবে আইনের সীমা পেরিয়ে গিয়েছিলেন তা নিয়ে খবরটি হয়েছিল। সেটা থেকেই একটি মজার ছবি তৈরি করতে চেয়েছিলেন হংসল। সেই মতো তাঁর সঙ্গে চুক্তিও হয় অপূর্বর। এর পর ওই খবর থেকে আইডিয়া তৈরি করে নিজস্ব গল্পের জন্য এক লাইনের একটি স্ক্রিনপ্লে লেখেন অপূর্ব। যা হংসলের পছন্দ হয়। এর পরই কঙ্গনার সঙ্গে দেখা করেন তাঁরা। সে সময় ওই এক লাইন শুনেই কঙ্গনা ছবিটি করতে রাজি হয়ে যান।

অপূর্বর দাবি, এর পর মোট ন’টি ড্রাফটে গোটা গল্পটি লিখে পাঠান তিনি। কিন্তু কঙ্গনার যে ছবির গল্প বা ডায়লগ পছন্দ হয়নি সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। অপূর্বর কথায়, ‘‘ছবির ফার্স্ট কাট শেষ করার পর এক দিন হংসল ফোন করে দেখা করতে বলেন। আমি দেখা করতে গিয়ে দেখি উনি খুব নার্ভাস। তখন আমাকে বলেন, কঙ্গনা ভবিষ্যতে ছবি পরিচালনায় আসছেন। ফলে তিনি চাইছেন সহ-লেখিকা হিসেবে তাঁর নামটা দেওয়া হোক।’’ হঠাত্ করেই এ কথা শুনে অবাক হন অপূর্ব। হংসল নাকি তাঁকে জানিয়েছিলেন, ডায়লগ পছন্দ হয়নি বলে বেশি কিছু অংশ বদলে নিজেই লিখেছেন কঙ্গনা। যদিও তেমন কোনও পরিবর্তন তিনি দেখতে পাননি বলেই দাবি অপূর্বর।

অপূর্ব প্রাথমিক ভাবে কঙ্গনার নাম জোড়ার প্রস্তাবে রাজি হননি। প্রায় দু’মাস ধরে হংসল এবং ছবির সহ প্রযোজক শৈলেশ নাকি তাঁকে রাজি হওয়ার জন্য জোর করতে থাকেন। ‘‘আমি যদি এই প্রস্তাবে রাজি না হই, তা হলে ছবিটা বন্ধ হয়ে যাবে বলে দাবি করেন হংসল। সে কারণেই বাধ্য হয়ে কঙ্গনার নাম সহ-লেখিকা হিসেবে রাখতে রাজি হই। এই মর্মে সইও করিয়ে নেন ওঁরা’’- বললেন অপূর্ব।

কেন কঙ্গনা এমন করলেন, এখনও পর্যন্ত তার কোনও ব্যখ্যা নেই অপূর্বর কাছে। তবে ফেসবুকে তাঁর তোপ, ‘‘আমার বন্ধু হংসল শিরদাঁড়া সোজা রেখে ছবি তৈরি করুক, এটাই আমি চাইব।’’ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি কঙ্গনা। পরিচালকের তরফেও এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। আবার বলিউডের একটা অংশের প্রশ্ন, প্রচারের আলোয় আসার জন্য কি এ কাজ নিজে থেকেই করলেন অপূর্ব?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE