Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

আজান ভালবাসি, কিন্তু সোনুর বক্তব্যকেও গুরুত্ব দিতে হবে, বললেন কঙ্গনা

সোনু নিগমের ‘আজান’ বিতর্কে এ বার মুখ খুললেন কঙ্গনা রানাউত। সংবাদমাধ্যমে নায়িকা বলেন, ‘‘আমি আজান ভালবাসি। কিন্তু সোনু যা বলেছেন তাকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১২:০০
Share: Save:

সোনু নিগমের ‘আজান’ বিতর্কে এ বার মুখ খুললেন কঙ্গনা রানাউত। সংবাদমাধ্যমে নায়িকা বলেন, ‘‘আমি আজান ভালবাসি। কিন্তু সোনু যা বলেছেন তাকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’

আরও পড়ুন, তাঁর মন্তব্যে কেউ ব্যথিত হলে দুঃখিত, সুর নরম সোনুর

পরে কঙ্গনা আরও জানান, লখনউতে শুটিংয়ের সময় আজানের সুর শুনতে তাঁর খুবই ভাল লাগত। কোনও গুরুদ্বার, মন্দির বা মসজিদে যে সুরই বাজুক না কেন, তাঁর তা ভাল লাগে। তাঁর কথায়, ‘‘প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি। এমনকি ক্রিসমাসও পালন করি আমরা। কিন্তু সোনু যা বলেছেন সেটা ওর ব্যক্তিগত মত। সেটাকেও সম্মান দেওয়া উচিত।’’

আরও পড়ুন, ‘ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ছি’, বলে মাথা কামিয়ে ফেললেন সোনু!

মুম্বইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতি দিন ভোরে আজানের শব্দে তাঁর ঘুম ভাঙে, দিন কয়েক আগে এমনটাই তিনি দাবি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, তিনি মুসলিম নন। অথচ প্রতি দিন সকালে আজানের আওয়াজে তাঁর ঘুম ভাঙে। এর পরেই তাঁর প্রশ্ন, ‘জোর করে এ ভাবে ধর্মের সশব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’

আরও পড়ুন, আজান নয়, তাঁর আপত্তি লাউডস্পিকারে, দাবি সোনুর

প্রসঙ্গত আজান বিতর্কে সোনুকে হুমকি দিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কাউন্সিলের সভাপতি আতিফ আলি আল কাদরি বলেছিলেন, ‘‘যদি কেউ সোনুর মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে দিতে পারেন, তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’’ এই মন্তব্যে মাথা ন্যাড়া করে গত বুধবার সংবাদমাধ্যমের সামনে এসে সোনু বলেন, ‘‘এই ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।’’ যদিও পরে বেশ কিছুটা সুর নরম করে সোনুর দাবি, ‘‘আমার মন্তব্যে কেউ ব্যথিত হলে আমি দুঃখিত। কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Sonu Nigam Azaan Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE