Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অভিনয় দেখে মুগ্ধ অমিতাভের চিঠি কঙ্গনাকে

বলিউডে তাঁকে প্রথম বার দেখা গিয়েছিল ২০০৬-এর ‘গ্যাংস্টার’ ছবিতে। প্রায় পুরো ছবিতেই এক মদ্যপ মেয়ের চরিত্রে অভিনয় করে অনায়াসেই ফিল্ম ফেয়ারের ‘বেস্ট ডেব্যু’ পুরস্কার জিতেছিলেন কঙ্গনা রানাওয়াত। তার পর ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘কুইন’-এর মতো বিভিন্ন ছবিতে খুব সাবলীল ভাবেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নায়িকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ১২:০১
Share: Save:

বলিউডে তাঁকে প্রথম বার দেখা গিয়েছিল ২০০৬-এর ‘গ্যাংস্টার’ ছবিতে। প্রায় পুরো ছবিতেই এক মদ্যপ মেয়ের চরিত্রে অভিনয় করে অনায়াসেই ফিল্ম ফেয়ারের ‘বেস্ট ডেব্যু’ পুরস্কার জিতেছিলেন কঙ্গনা রানাওয়াত। তার পর ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ফ্যাশন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘কুইন’-এর মতো বিভিন্ন ছবিতে খুব সাবলীল ভাবেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নায়িকা।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার সাম্প্রতিক রোম্যান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’-র সিক্যুয়েল ‘তনু ওয়েডস মনু রিটার্নস্’। আনন্দ এল রাইয়ের পরিচালনায় ছবিতে ‘তনু’র অভিনয়ের প্রশংসায় কার্পণ্য করছেন না বলিউডের হেভিওয়েটরা। মাধুরী দীক্ষিত ট্যুইট করে কঙ্গনাকে কুর্নিশ জানিয়েছেন। অন্য দিকে, এক অনুষ্ঠানে জনসমক্ষেই এভারগ্রিন বলি ক্যুইন রেখা আপ্লুত হয়ে কঙ্গনার গালে চুমু খান।

তবে কঙ্গনার সব থেকে বড় পাওনা দু’টি চিঠি ও দু’টি ফুলের তোড়া। সেই চিঠিতে লেখা রয়েছে, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি সেই ইন্ডাস্ট্রির এক জন যেখানে কঙ্গনার মতো অভিনেত্রীও আছেন।’ প্রেরক শাহেনশা অমিতাভ বচ্চন। ছবিতে কঙ্গনার দ্বৈত চরিত্র দেখে অভিভূত বিগ বি দু’টি চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। “আমার কাছে এই দু’টি চিঠি দু’টি মেডেলের সমান,” বলেছেন আপ্লুত কঙ্গনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE