Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

২৩তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের গ্র্যান্ড ওপেনিং

কলকাতার নেতাজি ইন্ডোরে সাজ সাজ রব। শুরু হয়ে গেল ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গ্র্যান্ড ওপেনিংয়ে হাজির অমিতাভ বচ্চন, শাহরুখ খান। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় চলচ্চিত্র উৎসবের সূচনা। ছবি: রণজিৎ নন্দী।

কলকাতায় চলচ্চিত্র উৎসবের সূচনা। ছবি: রণজিৎ নন্দী।

নিজস্ব সংবাদদাতা
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৫:৪৯
Share: Save:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গ্র্যান্ড ওপেনিং। নেতাজি ইন্ডোরে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ এক ঝাঁক তারকা। রয়েছেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও। ফেস্টিভ্যাল চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠান মঞ্চে তারকাদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

• বাংলার ফিল্ম ফেস্টিভাল বিশ্বসেরা। এত বড় উৎসব আর কোথাও হয় না। ৫০টিরও বেশি দেশের ছবি এ বার দেখানো হবে। এই উৎসবের উদ্দেশ্য বিশ্বের সিনেমাকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া। সূচনা অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখ-কাজল জুটির বিশেষ প্রশংসা করেন মমতা।

• যে কোনও ছবিতে গান অপরিহার্য। রবীন্দ্রনাথের গান বাংলার বাতাসে। বাঙালিরা ইলিশ-ভাতের থেকেও গান বেশি ভালবাসেন। রবীন্দ্রনাথের মাহাত্ম্য বর্ণনা করে বললেন অমিতাভ বচ্চন।

• আটলাইন বাংলা বললেন শাহরুখ। সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহর দেশের শান্তিপ্রিয় শহর। বাংলায় বললেন শাহরুখ। কিঙ্গ খানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দর্শক।

• এই পরিবারের সদস্য হতে পেরে গর্বিত, বললেন কমল হাসান।

• কলকাতার সঙ্গে একটা আলাদা টান অনুভব করি, বললেন কাজল।

• বাংলার জামাই সম্বোধন করে অমিতাভকে সম্মান জানান সাবিত্রী চট্টোপাধ্যায়।

• কমল হাসান, মহেশ ভট্ট, কাজল, শাহরুখ এবং অমিতাভকে সম্বর্ধনা দিয়ে শুরু হল অনুষ্ঠান।

• বাংলা ইন্ডাস্ট্রির তারকারাও উপস্থিত অনুষ্ঠানে। সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ, দেব, শুভশ্রী, গৌতম ঘোষ, পাওলি দাম, সন্দীপ রায়, কুমার শানু উপস্থিত অনুষ্ঠানে।

• ২৩তম চলচ্চিত্র উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• ইরানের ‘ইয়েলো’ দিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব।

ছবি শাহরুখ খানের টুইটার-এর সৌজন্যে।

• এ বারের থিম দেশ ইংল্যান্ড।

• রয়েছেন দেশ-বিদেশের প্রতিনিধি এবং এক ঝাঁক তারকা।

• কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিবারের মতো এ বারও হাজির অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ বহু অভিনেতা।

• এ বছর চলচ্চিত্র উত্সবে ৫৩টি দেশের ১৪৩টি ছবি দেখানো হবে।

• নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ শহরের মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি।

• এ ছাড়াও থাকবে বিভিন্ন প্রদর্শনী। কলকাতা চলচ্চিত্র উত্সবকে এ বার ভাগ করা হয়েছে মোট ১৬টি বিভাগে।

• এই বছরই প্রথম আয়োজিত হয়েছে বিভিন্ন পরিচালকের ব‍্যবহৃত অরিজিন্যাল ইকুইপমেন্টস-এর প্রদর্শনী।

• এ বছরের অন্যতম আকর্ষণ ‘মাস্টার ক্লাস’ এবং ‘ইন্টারেক্টিভ সেশন’।

• সত‍্যজিৎ রায় মেমোরিয়াল বক্তৃতায় উপস্থিত থাকবেন বিখ্যাত সমালোচক ও লেখক র‌্যাচেল ড্রয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE