Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

মুমতাজের বাংলাদেশে পাড়ি

প্রথম শিডিউলের শুটিং শেষ করে সদ্য দেশে ফিরেছেন মুমতাজ। তাঁর কথায়, ‘‘আমার চরিত্রের নাম মানবী বসু। গল্পটা অন্যরকম। আর আমার প্রথম বাংলাদেশের ছবি, আমি এক্সাইটেড…।’’

ছবির শুটিংয়ে অভিনেত্রী। ছবি সৌজন্যে: মুমতাজ সরকার।

ছবির শুটিংয়ে অভিনেত্রী। ছবি সৌজন্যে: মুমতাজ সরকার।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৫৬
Share: Save:

টলিউডে তিনি নিজের ভিত তৈরি করে ফেলেছেন। এ বার বাংলাদেশে পাড়ি। তিনি মুমতাজ সরকার। মাসুদ পথিকের পরিচালনায় ‘মাইয়া দ্য লস্ট মাদার’-এ অভিনয় করছেন মুমতাজ। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ সরকার।

প্রথম শিডিউলের শুটিং শেষ করে সদ্য দেশে ফিরেছেন মুমতাজ। তাঁর কথায়, ‘‘আমার চরিত্রের নাম মানবী বসু। গল্পটা অন্যরকম। আর আমার প্রথম বাংলাদেশের ছবি, আমি এক্সাইটেড…।’’

বাংলাদেশ থেকে পরিচালক মাসুদ বললেন, ‘‘মুক্তিযুদ্ধের সময়ের কাহিনি। মানবিক গল্প। আমরা এখনও শুটিং করছি। মুমতাজ প্রাথমিক পর্যায়ে শুটিং করে ফিরে গিয়েছেন। এ বছর অগস্ট নাগাদ রিলিজ করার ভাবনা রয়েছে।’’

আরও পড়ুন, পুরনো প্রেম থেকে কী শিখলেন ইমন?

ছবির গল্প এগিয়েছে কলকাতায় বড় হয়ে ওঠা মানবী বসুকে নিয়ে। যিনি নিজের আইডেন্টিটির খোঁজ করছেন। নিজের ইতিহাস খুঁজতে তিনি বাংলাদেশে পৌঁছন। এই মানবীর চরিত্রেই অভিনয় করছেন মুমতাজ।

আরও পড়ুন, অভিনেত্রী তন্নিষ্ঠার এ বার রোল চেঞ্জ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE