Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতে ‘কোয়ান্টিকো’, স্টার ওয়ার্ল্ডে

খুশির খবর সন্দেহ নেই! এ বার থেকে আমেরিকার পাশাপাশি ভারতের প্রতিটি ঘরের ছোট পর্দাতেও হাজিরা দিতে পারবেন প্রিয়ঙ্কা চোপড়া। উদ্যোগটা নিয়েছে স্টার ওয়ার্ল্ড। নায়িকার মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’ এ দেশে সম্প্রচার করবে তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ১৬:৫৬
Share: Save:

খুশির খবর সন্দেহ নেই! এ বার থেকে আমেরিকার পাশাপাশি ভারতের প্রতিটি ঘরের ছোট পর্দাতেও হাজিরা দিতে পারবেন প্রিয়ঙ্কা চোপড়া। উদ্যোগটা নিয়েছে স্টার ওয়ার্ল্ড। নায়িকার মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’ এ দেশে সম্প্রচার করবে তারা।

স্বাভাবিক ভাবেই ব্যাপারটা নিয়ে বেশ খুশি প্রিয়ঙ্কা। এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিতের মতো ডাকসাইটে বলি-তারাদের ছোট পর্দায় দেখেছে ভারত। তবে শাহরুখের কেরিয়ারের প্রথম দিকের ধারাবাহিক বাদ দিলে সব কটাই ছিল রিয়্যালিটি শো। আর, প্রিয়ঙ্কার ‘কোয়ান্টিকো’ রীতিমতো রোমাঞ্চে ভরা এক স্পাই-থ্রিলার। সেই ধারাবাহিক শুধু মার্কিনিরাই দেখতে পারবেন, ব্যাপারটা কি নায়িকার ভাল লাগার কথা?

কথায় কথায় তাই নিজের খুশি জাহির করলেন প্রিয়ঙ্কা। বললেন, “কোয়ান্টিকো আমার প্রথম বিদেশি কাজ এবং ধারাবাহিকটায় অভিনয় করতে পেরে আমি গর্বিত। তারই পাশাপাশি আমি খুবই উত্তেজিত বোধ করছি ধারাবাহিকটার এ দেশে সম্প্রচারের খবরটা পেয়ে। এর থেকে ভাল আর কী হতে পারে!”

অবশ্য, শুধুই প্রিয়ঙ্কা নন, স্টার চ্যানেলের কর্তৃপক্ষও বেশ খুশি নায়িকার ধারাবাহিক দেখাতে পেরে। স্টার-এর এক মুখপাত্র বলছেন, “ভারতীয় ছোট পর্দা তো বটেই, এমনকী বলিউডের পক্ষেও কোয়ান্টিকো এক ইতিহাস। এই প্রথম বলিউডের প্রথম সারির কোনও অভিনেতা কাজ করলেন বিদেশি ধারাবাহিকে।” স্বাভাবিক ভাবেই তাঁদের আশা, ধারাবাহিকটি সাড়া ফেলবে ভারতে।

‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা যাবে এক এফবিআই এজেন্টের চরিত্রে। তার নাম অ্যালেক্স পেরিশ। এই অ্যালেক্সের আবার রয়েছে এক সন্দেহজনক অতীত। সেই অতীতের সূত্র ধরে কী ভাবে গুপ্তচরবৃত্তির পথে এগিয়ে চলে অ্যালেক্স, তাই পর্বে পর্বে দেখা যাবে ‘কোয়ান্টিকো’-তে।

আপাতত কথা আছে, স্টার ওয়ার্ল্ড এবং স্টার ওয়ার্ল্ড এইচডি-তে দেখানো হবে ‘কোয়ান্টিকো’। কোন সময়ে, সেটা অবশ্য এখনই বলতে নারাজ স্টার কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE