Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

সাম্মানিক ডক্টরেট নিতে বরেলী গেলেন না প্রিয়ঙ্কা! কেন জানেন?

২৪ ডিসেম্বর, রবিবারবরেলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অধ্যাপক— সকলেই অপেক্ষায় ছিলেন প্রিয়ঙ্কার জন্য। কিন্তু এ বারেও তাঁর সম্মান নিজেনিতে আসতে পারলেননা তিনি।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: টুইটারের সৌজন্যে।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
বরেলী শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ১৪:৩০
Share: Save:

ইউনিসেফের গুডউইল অ্যাম্বাস্যাডর তিনি। কিছুদিন আগেই ‘মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস’-এ সম্মানিত হয়েছেন তিনি। এ বার সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হলপ্রিয়ঙ্কা চোপড়াকে। তবে তা নিতে এলেন না প্রিয়ঙ্কা।

তাঁর ‘হোমটাউন’ উত্তরপ্রদেশের বরেলী। সেই বরেলীবিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি নেওয়ার কথা ছিল প্রিয়ঙ্কার।এর আগে ‘সোশ্যাল জাস্টিস’সম্মান নিজেনিতে আসতে পারেননি। মেয়ের হয়ে সেই সম্মান গ্রহণ করেছিলেন তাঁর মা মধু চোপড়া। কিন্তু এ বার নিজের হাতেই এই সম্মানের শংসাপত্র নেবেন, এমন কথাই ছিল। ২৪ ডিসেম্বর, রবিবারবরেলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অধ্যাপক— সকলেই অপেক্ষায় ছিলেন প্রিয়ঙ্কার জন্য। কিন্তু এ বারেও তাঁর সম্মান নিজেনিতে আসতে পারলেননা তিনি।

এ বার আসলে বাধ সেধেছে দিল্লির দূষণ। আপাতত রাজধানী শহরে রয়েছেন প্রিয়ঙ্কা। আজ দুপুর দেড়টা নাগাদ তাঁর বরেলী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে না যেতে পারার কারণ নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।প্রিয়ঙ্কা জানিয়েছেন,যে বিমানে তাঁর যাওয়ার কথা ছিল খারাপ আবহাওয়াএবং কুয়াশার জন্য এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)তাউড়ানের অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন, ৬১ বছরেও বার্থডে ‘বয়’ রয়ে গিয়েছেন অনিল কপূর

আরও পড়ুন, বলিউড অভিষেকেই শাহরুখের সঙ্গে ‘সংঘাত’ সারার!

অনুষ্ঠানে না যেতে পারার জন্য আফসোস করেন তিনি। তবে গোটা পরিস্থিতি তিনি জানিয়ে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE