Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Entertainment News

এমিজ-এর মঞ্চে প্রিয়ঙ্কার পদবীর ভুল উচ্চারণ, সঞ্চালককে হোমওয়ার্ক করালেন নেটিজেনরা

বলিউডের পাশাপাশি হলিউডেও এখন দাপিয়ে কাজ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু তাতে কী! ‘দেশি গার্ল’-এর পদবী উচ্চারণে এমন মারাত্মক ভুল। টুইটারে রীতিমতো চাঁছাছোলা ভাষায় মার্কিনি সঞ্চালককে কথা শুনিয়েছেন নেটিজেনরা।

‘এমিজ ২০১৭’র রেড কার্পেটে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: রয়টার্স।

‘এমিজ ২০১৭’র রেড কার্পেটে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২২
Share: Save:

প্রিয়ঙ্কা চোপড়া। শব্দ দুটো উচ্চারণ করা কি খুব কঠিন? উচ্চারণ করুন তো এক বার! শক্ত মনে হচ্ছে? মার্কিনিরা যে ভঙ্গিতে কথা বলেন, তাতে ‘চোপড়া’ শব্দটা উচ্চারণ করতে খুব একটা কষ্ট হবে বলে তো মনে হয় না। কিন্তু, সে দেশের এক সঞ্চালক প্রিয়ঙ্কা চোপড়াকে, প্রিয়ঙ্কা চোপা বলেছেন!

আরও পড়ুন, বলি ডিভাদের ‘হট’ বিকিনি লুক

আরও পড়ুন, ব্রিটিশ সংসদে সম্মানিত বলিউডের ‘ব্যাড বয়’ সলমন

ঘটনাটা খোলসা করে বলা যাক।

শনিবার রাতে মার্কিন দেশে চলছিল ৬৯ তম ‘অ্যানুয়াল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড ২০১৭’। অনুষ্ঠানে দ্বিতীয় বারের জন্য অতিথি হিসেবে গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি টক সিরিজ’-এর পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে যাওয়ার কথা ‘দেশি গার্ল’-এর। সঙ্গে মার্কিন অভিনেতা অ্যানথনি অ্যান্ডারসন। সূচি অনুযায়ী পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালক প্রিয়ঙ্কা ও অ্যানথনির নাম ঘোষণা করেন। আর সেখানেই হয়ে যায় গণ্ডগোল। প্রিয়ঙ্কার পদবী উচ্চারণের সময় সঞ্চালক ‘চোপড়া’ উচ্চারণ না করে, বলে ফেলেন ‘চোপা’। ব্যস! প্রিয়ঙ্কা তা নিয়ে কোনও মন্তব্য না করলেও, অভিনেত্রীর হয়ে সঞ্চালককে ‘হোমওয়ার্ক’-এর দায়িত্ব নিয়ে ফেলেন নেটিজেনরা।

এমিজ ২০১৭-এর পুরস্কার মঞ্চে প্রিয়ঙ্কার সঙ্গে অভিনেতা অ্যানথনি অ্যান্ডারসন। ছবি: এএফপি।

বলিউডের পাশাপাশি হলিউডেও এখন দাপিয়ে কাজ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু তাতে কী! ‘দেশি গার্ল’-এর পদবী উচ্চারণে এমন মারাত্মক ভুল। টুইটারে রীতিমতো চাঁছাছোলা ভাষায় মার্কিনি সঞ্চালককে কথা শুনিয়েছেন নেটিজেনরা।

' ? !! "" ' '' ' " "?

' ? !! "" ' '' '

' ? !! "" ' '' ' " "?

' ? !! "" ' '' ' " "?

' ? !! "" ' '' ' " "?

টিম এমিজ আপনারা দেখেছেন তো? পরের বারের পুরস্কারের আগে একটু ‘হোমওয়ার্ক’ করে নিন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE