Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Entertainment News

প্রতিবাদ, বিতর্কে ভরপুর চাঁদের হাটে অস্কারের মুখ দেখল ‘মুনলাইট’

একসঙ্গে অনেক কিছুর মিশেল দেখা গেল এ বারের অস্কার মঞ্চে। অন্যান্য বারের মতো তারকা ছটা তো ছিলই, পাশাপাশি রবিবার সন্ধ্যায় প্রতিবাদ ও রেকর্ড ভাঙা-গড়ার সাক্ষীও থাকল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার। ঠিক যেমনটা হয়েছিল গোল্ডেন গ্লোবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩
Share: Save:

একসঙ্গে অনেক কিছুর মিশেল দেখা গেল এ বারের অস্কার মঞ্চে। অন্যান্য বারের মতো তারকা ছটা তো ছিলই, পাশাপাশি রবিবার সন্ধ্যায় প্রতিবাদ ও রেকর্ড ভাঙা-গড়ার সাক্ষীও থাকল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার। ঠিক যেমনটা হয়েছিল গোল্ডেন গ্লোবে।

আবার, সেরা ছবির নাম ঘোষণার সময় ঘটল বিপত্তি। ‘মুনলাইট’-এর বদলে ‘লা লা ল্যান্ড’-এর নাম উচ্চারণ করে ফেললেন প্রবীণ অভিনেতা ওয়ারেন বেটি। পরে তা সংশোধনও করে নেন। কিন্তু, তত ক্ষণে বিতর্ক শুরু হয়ে যায়।

তবে, এত কিছুর মধ্যেও ভারতীয় দর্শকদের ভাগ্যে শিকে ছিঁড়ল না। ‘লায়ন’-এ সেরা সহ-অভিনেতা হিসাবে মনোনীত দেব পটেলকে ঘিরে অনেক আশা ছিল তাঁদের। কিন্তু, শেষ অবধি প্রত্যাশা পূর্ণ হয়নি। হলিউড তো বটেই গোটা বিশ্বের তাবড় নামী দামি তারকা এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। আর তার মধ্যেই গোল্ডেন গ্লোব বা পিপলস চয়েস অ্যাওয়ার্ড-এর মতোই ফের এক বার রেড কার্পেট মাতালেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। অন্য দিকে, সেরা বিদেশি ছবির পুরস্কার জয়ী ইরানের পরিচালক আজগর ফারহাদির প্রতিবাদী কণ্ঠও শুনল এ দিনের অস্কার-মঞ্চ। অনুষ্ঠানে অনুপস্থিত থেকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন নীতির বিরুদ্ধে খোলা চিঠির মাধ্যমে প্রতিবাদ জানালেন ফারহাদি। এ রকম নানা টুকরো টুকরো মুহূর্ত ভেসে উঠল এ বারের অস্কার অনুষ্ঠানে।

এক নজরে দেখে নেওয়া যাক এ বারের অস্কার জয়ীদের তালিকা:

সেরা ফিল্ম: ‘মুনলাইট’।

সেরা পরিচালক: ডেমিয়েন শেজেল, ‘লা লা ল্যান্ড’।

সেরা অভিনেতা: কেসি অ্যাফলেক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’।

আরও পড়ুন

প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার জিতলেন মাহেরশালা

সেরা অভিনেত্রীর অস্কার হাতে এমা স্টোন। ছবি: সংগৃহীত।

সেরা অভিনেতত্রী: এমা স্টোন, ‘লা লা ল্যান্ড’।

সেরা সহ-অভিনেতা: মাহেরশালা আলি, ‘মুনলাইট’।

সেরা সহ-অভিনেত্রী: ভায়োলা ডেভিস, ‘ফেন্সেস’।

সেরা অ্যানিমেটেড ফিটার: ‘জুটোপিয়া’।

সেরা চিত্রগ্রহণ: ‘লা লা ল্যান্ড’।

কস্টিউম ডিজাইন: ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’।

সেরা ফিল্ম ‘মুনলাইট’। ছবি: সংগৃহীত।

ডকুমেন্ট্রি ফিচার: ‘ও.জে.: মেড ইন আমেরিকা’।

• ডকুমেন্ট্রি শর্ট: ‘দ্য হোয়াইট হেলমেট’।

সেরা সম্পাদনা: ‘হ্যাকশ রিজ’।

সেরা বিদেশি ভাষার ফিল্ম: ‘দ্য সেলসম্যান’।

মেকআপ ও হেয়ারস্টাইল: ‘সুইসাইড স্কোয়াড’।

সেরা গান: ‘লা লা ল্যান্ড’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest Oscar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE