Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bollywood

শাহরুখের উপর কেন রেগে গেলেন রাকেশ রোশন!

ঘোষণা হয়েছিল আগেই। আর সেই মতো ৭ ডিসেম্বর, সকাল ১১টায় ৯টি শহরের মোট ৩৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘রইস’-এর ট্রেলার। শহরুখ এই ছবিতে দাউদ ঘনিষ্ট ডন আবদুল লতিফের চরিত্রে অভিনয় করছেন। যদিও ছবির চিত্রনাট্যে তাঁর নাম পাল্টে হয়ে গিয়েছে রইস আলম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫৬
Share: Save:

ঘোষণা হয়েছিল আগেই। আর সেই মতো ৭ ডিসেম্বর, সকাল ১১টায় ৯টি শহরের মোট ৩৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘রইস’-এর ট্রেলার। শহরুখ এই ছবিতে দাউদ ঘনিষ্ট ডন আবদুল লতিফের চরিত্রে অভিনয় করছেন। যদিও ছবির চিত্রনাট্যে তাঁর নাম পাল্টে হয়ে গিয়েছে রইস আলম।

ছবির ট্রেলার মুক্তির অভিনব কায়দা, ভিডিও কনফারেন্সে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলা— ট্রেলার লঞ্চেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাদশা। সেই সঙ্গে আর একটা চমকও দিয়েছেন তিনি। ‘রইস’-এর মুক্তির দিন এগিয়ে এসে ২৬ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি হয়ে গিয়েছে। এটা তাঁর অসংখ্য ভক্তদের কাছে উপরি পাওনা। তাই তাঁরা বেজায় খুশি। ‘রইস’-এর মুক্তির দিন এগিয়ে দেওয়ায় ভক্তেরা খুশি হলেও শাহরুখের উপর বেজায় চটেছেন রাকেশ রোশন। কারণ, ওই একই দিনে মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত হৃতিকের ছবি ‘কাবিল’।

এই দু’টি ছবি একদিন আগে-পরে মুক্তি পেলেও বক্স অফিসে জোর টক্কর হতোই। তবে তা-ও এক দিন বিনা লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল হৃতিক রোশনের ‘কাবিল’-এর। কিন্তু শাহরুখ ‘রইস’-এর কিন্তু মুক্তির দিন এগিয়ে এনে সেই সম্ভাবনাটুকুও শেষ করে দিলেন।

আরও পড়ুন...
ট্রেলারেই বাজিমাত ‘রইস’এর

বি-টাউনের একটি মিডিয়াকে দেওয়া বিবৃতিতে ক্ষুব্ধ রাকেশ বলেন, “যে তারিখ আমরা ঠিক করছি সেটাই ওরা ফলো করছে। আমি কখনওই এমন কাজ করতাম না। আমি আমার জীবনের ৫০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছি। আমি ‘কৃষ ৪’-এর মুক্তির দিন ২০১৮-র বড়দিন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি জানতে পারি ওই একই দিনে শাহরুখের একটি ছবিও মুক্তি পাবে।” এরই সঙ্গে ক্ষুব্ধ রাকেশ রোশন যোগ করেন, “আমি অনায়াসেই আমার ছবিটা ‘বেফিকরে’ বা ‘দঙ্গল’-এর মুক্তির দিনেই রিলিজ করাতে পারতাম যদি বক্স অফিসের লড়াইয়ের ইচ্ছে থাকত। আমি এ সবের কোনও অর্থ খুঁজে পাচ্ছি না!” ছবির প্রযোজক, বাবা রাকেশ রোশন প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিলেও হৃতিক সে পথে হাঁটেননি। একই দিনে তাঁর ‘কাবিল’ আর শাহরুখের ‘রইস’ মুক্তি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে হৃতিক দাবি করেন, “আমি ‘কাবিল’ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমার এ সবে কিছু যায় আসে না।”

কিন্তু বাস্তবে ছবির বক্স অফিস কালেকশনে এর প্রভাব পড়বেই বলে মত ফিল্ম সমালোচক ও বলিউড বাজার বিশেষজ্ঞ তরণ আদর্শের মতো অনেকেরই। আর ‘রইস’-এর পোস্টার রিলিজ করে বলিউড বাদশাও তো টুইট করে জানিয়ে দিয়েছেন, ‘অব আপনা টাউম শুরু...’। তাই ২৫ জানুয়ারি বড়সড় লড়াইয়ের জন্যই প্রমাদ গুনছে বলিউড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE