Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

রণবীর ক্লাস টেনের পরীক্ষায় কত পেয়েছিলেন জানেন?

এক সাক্ষাত্কারে রণবীর জানিয়েছেন, পড়াশোনায় নাকি তাঁর একেবারেই মন ছিল না। আর খারাপ রেজাল্ট হলেই মা অর্থাত্ নীতু কপূর রণবীরের বাবা অর্থাত্ ঋষি কপূরকে কমপ্লেন করার ভয় দেখাতেন!

রণবীর কপূর।

রণবীর কপূর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১২:২৬
Share: Save:

পড়াশোনায় আপনি কেমন ছিলেন? একজন প্রাপ্তবয়স্ককে এ প্রশ্ন জিজ্ঞেস করলে সব সময় হয়তো সঠিক উত্তর পাবেন না। কিন্তু তিনি ব্যতিক্রম। নিজে থেকেই নিজের পড়াশোনার রেকর্ডের কথা শেয়ার করেছেন। তিনি রণবীর কপূর

এক সাক্ষাত্কারে রণবীর জানিয়েছেন, পড়াশোনায় নাকি তাঁর একেবারেই মন ছিল না। আর খারাপ রেজাল্ট হলেই মা অর্থাত্ নীতু কপূর রণবীরের বাবা অর্থাত্ ঋষি কপূরকে কমপ্লেন করার ভয় দেখাতেন!

রণবীরের কথায়, ‘‘আমার রেজাল্ট বেরনোর সময় মা স্কুলে যেত। প্রত্যেকবারই আমি বলতাম, আরও ভাল করে পড়ব। ভাল মার্কস পাব। কোনও সাবজেক্টে ফেল করব না…। আর মা বলত, যদি কোনও সাবজেক্টে লাল কালির দাগ থাকে তা হলে বাবাকে বলে দেবে। আমি সেটাতে খুব ভয় পেতাম। ও হ্যাঁ, ভাগ্যিস সে সময় টুইটার ছিল না। না হলে বাবা হয়ত আমার মার্কস টুইট করে দিত।’’ ঋষি কপূরের টুইটার বাতিক নিয়ে রসিকতা করতে ছাড়েননি রণবীরও!

রণবীর জানিয়েছেন, তিনি ফুটবল খেলতে ভালবাসতেন। পড়াশোনায় গড়পড়তা ছাত্রদের থেকেও নাকি তিনি খারাপ ছিলেন। তবে তাঁর পরিবারে তিনি সবচেয়ে বেশি শিক্ষিত। কেন বলুন তো?

আরও পড়ুন, আমাকে অনেকে ভালবাসেন, কিন্তু আমি...

রণবীর বলেছেন, ‘‘আমার বাবা ক্লাস এইটে ফেল করেছিলেন। কাকা ক্লাস নাইনে। আর দাদু ক্লাস সিক্সে। আমি সেখানে ৫৬ শতাংশ নম্বর নিয়ে ক্লাস টেনে বোর্ডের পরীক্ষায় পাশ করেছিলাম।’’

আরও পড়ুন, শশীর শেষকৃত্যে কেন গেলেন না করিনা ও রণবীর?

দেখুন, কতটা ট্রান্সপারেন্ট রণবীর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE