Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

‘পদ্মাবতী’র সেটে আহত রণবীর সিংহ

সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর। সূত্রের খবর, ওই ছবিরই শট চলাকালীন মাথায় চোট পান তিনি। প্রথমে কিছুই বুঝতে পারেননি অভিনেতা। ‘কাট’ হওয়ার পর দেখা যায়, তাঁর মাথা থেকে রক্ত পড়ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ১৩:৩৩
Share: Save:

ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। সেই সময়েই হঠাত্‍ মাথায় চোট পান রণবীর সিংহ। মাথা কেটে গিয়ে সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। সেটেই প্রাথমিক চিকিত্সার পর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে মাথার কেটে যাওয়া জায়গায় সেলাই পড়ে। তবে এই ঘটনার পরও বিশ্রাম না নিয়ে ফের শুটিং শুরু করে দেন রণবীর।

আরও পড়ুন, ‘ইচ্ছেনদী’র শেষ শুটিংয়ে কী করলেন বিক্রম?

সঞ্জয় লীলা ভংসালী পরিচালিত ‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর। সূত্রের খবর, ওই ছবিরই শট চলাকালীন মাথায় চোট পান তিনি। প্রথমে কিছুই বুঝতে পারেননি অভিনেতা। ‘কাট’ হওয়ার পর দেখা যায়, তাঁর মাথা থেকে রক্ত পড়ছে। ‘পদ্মাবতী’ টিমের এক সদস্য সাংবাদিকদের বলেন, ‘‘রণবীর পারফরম্যান্সে এতটাই মগ্ন ছিলেন যে তাঁর মাথায় লেগেছে, সেটা খেয়ালই করেননি। কাট হওয়ার পর দেখা যায় মাথা থেকে রক্ত বেরোচ্ছে।’’ যে ভাবে মাথায় সেলাই নিয়েও শুটিং শেষ করেছেন তিনি, তাতে রণবীরের ডেডিকেশনের প্রশংসা করেছেন সেটের সকলেই।

এর আগেও ছবির শুটিংয়ে আহত হয়েছেন রণবীর। ২০১৫-এ সঞ্জয়েরই ‘বাজিরাও মস্তানি’র সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। সে সময় জয়পুরে একটি বাড়ির উপর থেকে পড়ে গেলেও তাঁর বড় আঘাত লাগেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE