Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কিংবদন্তীকে শ্রদ্ধার্ঘ্য

সাড়ে তিন দশক আগে তিনি চলে গিয়েছেন। তবু বলিউডে মহম্মদ রফির কোনও বিকল্প আজও তৈরি হয়নি। সেই কথাটাই রফিসাহেবের প্রয়াণদিবস, ৩১ জুলাইয়ে মনে করিয়ে দিলেন ঋষি কপূর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০০:০৬
Share: Save:

সাড়ে তিন দশক আগে তিনি চলে গিয়েছেন। তবু বলিউডে মহম্মদ রফির কোনও বিকল্প আজও তৈরি হয়নি। সেই কথাটাই রফিসাহেবের প্রয়াণদিবস, ৩১ জুলাইয়ে মনে করিয়ে দিলেন ঋষি কপূর। ৬২ বছরের অভিনেতা কিংবদন্তী সঙ্গীতশিল্পীর ৩৫তম মৃত্যুদিনে টুইটার-মারফত নিবেদন করলেন তাঁর শ্রদ্ধার্ঘ্য।

ঋষি তাঁর বার্তায় মহম্মদ রফিকে তাঁর প্লে-ব্যাক ভয়েসের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন তাঁর অনুপস্থিতিতে তাঁর শূন্যতাবোধের কথাও। প্রসঙ্গত, ঋষির অসংখ্য ছবিতে প্লে-ব্যাক করেছিলেন রফি সাহেব। তার মধ্যে ‘দর্দ এ দিল’ (‘কর্জ’), ‘চল মেরে ভাই’ ( ‘নসিব’), ‘চল কহিঁ দূর নিকল যায়েঁ’ (‘দুসরা আদমি’), ‘শিরডিওয়ালে সাঁইবাবা’ (‘অমর আকবর অ্যান্টনি’) উল্লেখযোগ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE