Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

রাজীব গাঁধীর নামে সেতু কেন? রেগে গেলেন ঋষি

বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা এখন তাঁর কাছে প্রতিদিনের ঘটনা। কখনও বা কপূর পরিবারের হয়ে সোশ্যাল মিডিয়ায় হাল ধরতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ঋষি কপূর। এ বার তাঁর সমস্যা গাঁধী পরিবারকে নিয়ে। সে সমস্যা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ তো বটেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১০:১৮
Share: Save:

বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা এখন তাঁর কাছে প্রতিদিনের ঘটনা। কখনও বা কপূর পরিবারের হয়ে সোশ্যাল মিডিয়ায় হাল ধরতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ঋষি কপূর। এ বার তাঁর সমস্যা গাঁধী পরিবারকে নিয়ে। সে সমস্যা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ তো বটেই।

বিষয়টা ঠিক কী? ঋষির দাবি, যে সম্পত্তি জনগণের, তার নামকরণ রাজনীতিকদের নামে হওয়া উচিত নয়। এর আগে টুইটারে তিনি প্রশ্ন করেছিলেন, দেশের বেশিরভাগ রাস্তা, বিমানবন্দর ও রেল স্টেশন নেহরু-গাঁধী পরিবারের নামে কেন? তাঁর আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’-র প্রকাশ উপলক্ষ্যে জয়পুর সাহিত্য সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ফের গাঁধী পরিবারকে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুন, হলিউডে যাচ্ছেন নাকি? আমির বললেন…

ঋষির কথায়, ‘‘যখন দেখি একটা সেতুর নামও রাজীব গাঁধীর নামে তখন আমার রাগ হয়। এটা হয়তো শ্রদ্ধা দেখানোর একটা উপায়। হয়তো এ সব করে মনে রাখা হয়, যে তিনি ছিলেন। কিন্তু লতা মঙ্গেশকর বা জামশেদজি টাটার অবদান আপনি অস্বীকার করতে পারবেন? এ সব ক্ষেত্রে সব সময় রাজনীতিকদের কথা না ভেবে এ সব ব্যক্তিত্বের কথা ভাবা হয় না কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rishi Kapoor Rajiv Gandhi Khullam Khulla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE