Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Entertainment News

নিউ ইয়র্কের ‘টাইমস স্কোয়্যার’-এ ‘টিউবলাইট’

‘টাইমস স্কোয়্যার’। তার ঠিক সামনেই বিশালাকার একটি হোর্ডিং। হোর্ডিং-এ ভোলাভালা লক্ষণ সিংহ বিস্তের মুখ। গলায় তাঁর দু’পাটি জুতো।

ছবি: টুইটারের সৌজন্যে

ছবি: টুইটারের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ১৪:৪৫
Share: Save:

নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তার মোড়। সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই আইকনিক বহুতল। ‘টাইমস স্কোয়্যার’। তার ঠিক সামনেই বিশালাকার একটি হোর্ডিং। হোর্ডিং-এ ভোলাভালা লক্ষণ সিংহ বিস্তের মুখ। গলায় তাঁর দু’পাটি জুতো।

হ্যাঁ ঠিকই ধরেছেন। এটাই সলমন খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এর হোর্ডিং। ‘টাইমস স্কোয়্যার’-এর দেওয়ালে ‘টিউবলাইট’-র ব্যানার দেখে চমকে গিয়েছেন অনেকেই। কারণ এর আগে এমন সুযোগ পায়নি কোনও বলিউড ছবি। প্রথম হিন্দি ছবি হিসাবে সম্প্রতি এই কৃতিত্ব পকেটে পুরল ‘টিউবলাইট’। বিখ্যাত ‘টাইম স্কোয়্যার’-এ শীঘ্রই দেখানো হবে কবীর খানের এই ছবি।

আরও পড়ুন: সলমনকে এই ‘চোখে’ দেখেন শাহরুখ!

কয়েক মাস আগেই প্রথম ভারতীয় ফিল্ম হিসাবে ‘টিউবলাইট’-এর ইমোজি বাজারে এসেছিল। সেই ইমোজিতে গলায় জুতো ঝুলিয়ে দেখা গিয়েছিল সলমন খানকে। #TubelightKiEid কোড লিখলেই এই ইমোজি পাওয়া যাবে টুইটারে।

! 😍 !

আগামী ২৫ জুন মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সলমনের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে চিনা নায়িকা ঝু ঝু-কে। ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে রয়েছেন সোহেল খানও। ভারত-চিন যুদ্ধের পটভূমিকাতে ফেলা হয়েছে ছবির গল্পকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE