Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সানি লিওন

সানি জানিয়েছেন, বলিউড ইন্ডাস্ট্রি এখনও পুরুষশাসিত। ফলে সেখানে মহিলাদের সমস্যা বেশি। তবে পুরুষদেরও এর থেকে নিস্তার নেই।

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৯:০০
Share: Save:

বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন অনেকেই। এ বার মুখ খুললেন সানি লিওন

সম্প্রতি এক প্রথম সারির ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে সানি বলেন, ‘‘আমার কখনও কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি। কারণ আমার স্বামী ড্যানিয়েল এবং আমার টিমের সদস্যরা আমাকে আগলে রাখে। তবে ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ সব সময়ই রয়েছে। শুধু মহিলারা নন, পুরুষরাও এর শিকার।’’

আরও পড়ুন, মুভি রিভিউ: যৌনতা নিয়ে নতুন করে ভাবালেন বিদ্যা

সানি জানিয়েছেন, বলিউড ইন্ডাস্ট্রি এখনও পুরুষশাসিত। ফলে সেখানে মহিলাদের সমস্যা বেশি। তবে পুরুষদেরও এর থেকে নিস্তার নেই। পাঁচ বছর এই ইন্ডাস্ট্রিতে কোনও সমস্যা ছাড়া কাটিয়ে ফেলার রহস্য নাকি তাঁর হার না মানা মনোভাব, তাঁর স্পষ্টবক্তা ইমেজ।

আরও পড়ুন, আপনার প্রিয় সেলিব্রিটিরা এ ভাবেও ট্রোলড হয়েছেন!

সানির কথায়, ‘‘যত বেশি মানুষ কাস্টিং কাউচের বিরুদ্ধে কথা বলবেন, তত এই সমস্যা পিছু হটতে বাধ্য হবে। আমি আশা করি, ভবিষ্যতে কোনও এক দিন হয়তো ইন্ডাস্ট্রি থেকে কাস্টিং কাউচ বিষয়টাই শেষ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE