Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নতুন করে ককপিটে বসছেন টম ক্রুজ

১৯৮০-র দশকে যাঁরা কৈশোর পার হচ্ছিলেন, তাঁদের অনেকেই ছবিটির স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন চেতনে-অবচেতনে। আকাশ, উড়ান আর অ্যাকশন— এই-ই ছিল টনি স্কটের ব্লকবাস্টার ‘টপ গান’ ছবির অন্তরাত্মা। ছবির নায়ক টম ক্রুজ তখন নেহাতই বছর চব্বিশের এক ফুটন্ত যুবক। সেই সময়ে বয়ঃসন্ধি-পেরনোর দল লেফটেন্যান্ট পিট ‘ম্যাভেরিক’ মিচেল-রূপী টমকে তাদের নতুন আইকন হিসেবে এক বাক্যে স্বীকার করে নিয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

১৯৮০-র দশকে যাঁরা কৈশোর পার হচ্ছিলেন, তাঁদের অনেকেই ছবিটির স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন চেতনে-অবচেতনে। আকাশ, উড়ান আর অ্যাকশন— এই-ই ছিল টনি স্কটের ব্লকবাস্টার ‘টপ গান’ ছবির অন্তরাত্মা। ছবির নায়ক টম ক্রুজ তখন নেহাতই বছর চব্বিশের এক ফুটন্ত যুবক। সেই সময়ে বয়ঃসন্ধি-পেরনোর দল লেফটেন্যান্ট পিট ‘ম্যাভেরিক’ মিচেল-রূপী টমকে তাদের নতুন আইকন হিসেবে এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। হলিউডের অ্যাকশন-সাম্রাজ্যের নবতম অবতার হিসাবে টমও নিজের আসন পাকাপোক্ত করার লক্ষ্যে দৌড় শুরু করেন। গত পাঁচ বছর ধরে ‘টপ গান’-এর সিক্যুয়েল নির্মাণের কথা শোনা যাচ্ছিল। সম্প্রতি প্রযোজক ডেভিড এলিসন জানিয়েছেন, ‘টপ গান ২’-এর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। ‘টপ গান’-এর দ্বিতীয় পর্বের খবরে খুশি টম ক্রুজও। নতুন করে ককপিটে বসতে ভালই লাগবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE