Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

বলিউড ও টেলিভিশনের প্রবীণ অভিনেত্রী শাম্মি প্রয়াত

প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন। টুইটে অমিতাভ লিখেছেন, ‘শাম্মি আন্টি... দক্ষ অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে বহু বছরের অবদান, তিনি আর নেই...!! বহুদিন ভুগছিলেন, বয়স... ধীরে ধীরে সবাই চলে যাচ্ছেন...’।

চলে গেলেন বলিউডের ‘শাম্মি আন্টি’(১৯২৯-২০১৮)। ছবি: সন্দীপ খোসলার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

চলে গেলেন বলিউডের ‘শাম্মি আন্টি’(১৯২৯-২০১৮)। ছবি: সন্দীপ খোসলার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ১০:৪৮
Share: Save:

কমিক চরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। বলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশনেও দাপিয়ে কাজ করেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগভোগের পর প্রয়াত হলেন অভিনেত্রী শাম্মি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

প্রায় ৬৪ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন শাম্মি। প্রায় ২০০টি ছবিতে অভিনয় করেছেন। ‘খুদা গাওয়া’, ‘হাম’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘কুলি নম্বর ওয়ান’-এর মতো বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া হিন্দি টেলিভিশনেও বহু কাজ করেছেন অভিনেত্রী। ‘ফিল্মি চক্কর’, ‘দেখ ভাই দেখ’, ‘জবান সম্ভাল কে’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘কভি ইয়ে কভি উও’র মতো অসংখ্য হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন। টুইটে অমিতাভ লিখেছেন, ‘শাম্মি আন্টি... দক্ষ অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে বহু বছরের অবদান, তিনি আর নেই...!! বহুদিন ভুগছিলেন, বয়স... ধীরে ধীরে সবাই চলে যাচ্ছেন...’।

সুনীল দত্ত-নার্গিসের মেয়ে প্রিয়া দত্তও টুইট করে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী নার্গিসের সঙ্গে প্রয়াত শাম্মির একটি ছবি শেয়ার করেছেন প্রিয়া। বলিউডের বিখ্যাত ডিজাইনার সন্দীপ খোসলাও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রয়াত অভিনেত্রীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

A post shared by Sandeep Khosla (@sandeepkhosla) on

১৯২৯ সালে মুম্বইতে পারসি পরিবারে জন্ম। আসল নাম নার্গিস রাবাদি। তবে বলিউডে তিনি ‘শাম্মি আন্টি’ নামেই পরিচিত। তাঁর দিদি নীনা রাবাদি ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। ১৮ বছর বসয়ে শাম্মির প্রথম ছবি ছিল ‘উস্তাদ পেদরো’। এর পর নায়িকা হিসেবে প্রথম ছবি ‘মলহার’। গায়ক মুকেশ ছিলেন এই ছবির প্রযোজক ছিলেন। এর পর দীলিপ কুমার অভিনীত ‘সঙ্গদিল’ ছবিতে অভিনয়ের সুযোগ পান শাম্মি। এর পর আর ফিরে তাকাতে হয়নি।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, অস্কারের মঞ্চে শশী কপূর এবং শ্রীদেবীকে সম্মান

আরও পড়ুন, শ্রীদেবীর বায়োপিকে অভিনয় করার মতো নায়িকা নেই, বললেন রামগোপাল

বলিউড পরিচালক-প্রযোজক সুলতান আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল শাম্মির। যদিও সাত বছর পর ডিভোর্স হয়ে যায় তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE