Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘তোমাকে মিস করব অমর’, টুইটারে বিনোদ স্মরণ

বৃহস্পতিবার মুম্বইতে ৭০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খন্না। গত ৩১ মার্চ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল ১১ টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিনোদ খন্না। ইউরিনারি ব্লাডারে অত্যধিক সংক্রমণের জন্য তাঁর মৃত্যু হয়েছে।’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ১৪:১৫
Share: Save:

বৃহস্পতিবার মুম্বইতে ৭০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খন্না। গত ৩১ মার্চ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল ১১ টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিনোদ খন্না। ইউরিনারি ব্লাডারে অত্যধিক সংক্রমণের জন্য তাঁর মৃত্যু হয়েছে।’ তিন ছেলে রাহুল, অক্ষয়, সাক্ষী ও এক মেয়ে শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা খন্নাকে রেখে গেলেন বিনোদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

আরও পড়ুন, প্রয়াত অভিনেতা বিনোদ খন্না

এই খবর পাওয়ার পরই ‘সরকার থ্রি’-এর প্রোমোশনাল ইভেন্ট বাতিল করে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি সাংসদ বিনোদ খন্নার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।’ আশা ভোঁসলে টুইট করেছেন, ‘খুব খারাপ লাগছে বিনোদ খন্নাজির খবর শুনে। শেষদিন পর্যন্ত একজন তারকা ছিলেন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ ‘অমর আকবর অ্যান্টনি’তে অমরের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ। সেই কথা মনে রেখে ঋষি কপূরের টুইট, ‘তোমাকে মিস করব অমর। রেস্ট ইন পিস।’ অনুপম খের লিখেছেন, ‘বিনোদ খন্নাকে ওঁর লার্জার দ্যান লাইফ পারফরম্যান্সের জন্য মনে রাখব। ওঁর মতো খুব কম মানুষই আছেন। মিস করব স্যার।’ শত্রুঘ্ন সিন্‌হার টুইট, ‘বিনোদ খন্না সত্যিই আমার আপন ছিলেন। আমি শ্রদ্ধা করতাম। দারুণ হ্যান্ডসাম ও ট্যালেন্টেড সুপারস্টার আর নেই।’

ঋষি কপূরের টুইট।

কর্ণ জোহরের কথায়, ‘আমরা তো বড়ই হলাম সুপারস্টার বিনোদ খন্নাকে দেখে। ওঁর স্ক্রিন প্রেজেন্স আজ পর্যন্ত অভূতপূর্ব…।’ অক্ষয় কুমার লিখেছেন, ‘বিনোদ খন্নার চলে যাওয়ার খবর শুনে খারাপ লাগছে।…সত্যিই একটা যুগের অবসান। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।’ বরুণ ধবন টুইট করেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে সুন্দর অভিনেতা হিসেবে বিনোদ খন্নাকে সবসময় স্মরণ করা হবে। আজ এক লেজেন্ডকে হারাল ইন্ডাস্ট্রি।’ দিয়া মির্জা শেয়ার করেছেন, ‘আমাকে জড়িয়ে ধরা, সুন্দর হাসি এবং আমাদের কথাবার্তা কখনও ভুলব না। আপনার আলো সবসময় আমাদের ওপর থাকবে।’ রিচ্চা চাড্ডার মতে, ‘আশির দশকে বেশিরভাগ মহিলার ফ্যান্টাসি ছিলেন আপনি। আপনাকে সকলে মিস করবে।’

অক্ষয় কুমারের টুইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE