Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

অফ স্ক্রিনে ‘লাল টুকটুকে বর’কে দেখে কেন হেসেছিল ‘আদরিনি’?

‘আদরিনি’র অফ স্ক্রিনে ঠিক কী কী হয়? সেটা জানতেই আমরা গিয়েছিলাম ‘আদরিনি’র সেটে। 

‘আদরিনি’র সেটে অভিনেত্রী সুদীপ্তা রায়। নিজস্ব চিত্র।

‘আদরিনি’র সেটে অভিনেত্রী সুদীপ্তা রায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৬
Share: Save:

দুটো মোটা বিনুনি। ঝলমলে পোশাক, গয়না। আর মুখে সবসময় হাসি।

ঠিক এ ভাবেই বেশ কয়েক মাস ধরে দর্শকদের পছন্দের হয়ে উঠেছে ‘আদরিনি’। ওরফে অভিনেত্রী সুদীপ্তা রায়।

এর আগে ‘চোখের বালি’ ডেলি সোপে সুদীপ্তার অভিনয় সকলের পছন্দ হয়েছিল। ‘আদরিনি’তেও সকলের নজর কেড়েছেন তিনি। কিন্তু ‘আদরিনি’র অফ স্ক্রিনে ঠিক কী কী হয়? সেটা জানতেই আমরা গিয়েছিলাম ‘আদরিনি’র সেটে।

আরও পড়ুন, বিয়ে করে কি কেরিয়ারে পিছিয়ে পড়লেন? মুখ খুললেন সমতা

এই সিরিয়ালে আদরিনির বন্ধু পশু-পাখির দল। গরু, ছাগল, পাখিরাই সবচেয়ে ভাল বুঝতে পারে আদরিনির মনের কথা। সুদীপ্তা হাসতে হাসতে বললেন, ‘‘একবার একটা সিন ছিল, ছাগলকে কোলে নিয়ে বিছানায় বসে আদর করছি। আমার আবার ছাগলে খুব ভয়। সে দিন ছাগলটা বিছানায় পটি করে দিয়েছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছিল। সে সময় ডিরেক্টর বা বাকিরা খুব হেসেছিল, কেউ আমার দিকে ফিরেও তাকায়নি।’’

আরও পড়ুন, দেবলীনা কি আপনার গার্লফ্রেন্ড? মুখ খুললেন গৌরব

এই সিরিয়ালেই সুদীপ্তার বরের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। ‘আদরিনি’র ভাষায়, ‘দুষ্টু মিষ্টি লাল টুকটুকে বর’। সুদীপ্তা শেয়ার করলেন, ‘‘ছাগলের পটি করা ওই বিছানাতেই কিন্তু আমার বরকেও শট দিতে হয়েছিল। কারণ ওটা ছিল কনটিনিউইটি। তখন আমি খুব হেসেছিলাম।’’

আরও পড়ুন, আপনার স্বামীর নাম? উত্তর দিলেন কাঞ্চনা

মজার পাশাপাশি ঠিক এমন ভাবেই অনেক কঠিন সিনও শুট করতে হয় সুদীপ্তাকে। সে সব গল্পই এক্সক্লুসিভলি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। 

মজার পাশাপাশি ঠিক এমন ভাবেই অনেক কঠিন সিনও শুট করতে হয় সুদীপ্তাকে। সে সব গল্পই এক্সক্লুসিভলি শেয়ার করেছেন আমাদের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudipta Roy TV Celebrities Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE