Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

ফিরে দেখা পঞ্চমের গান

ভারতীয় সঙ্গীতের ধারায় তো বটেই, দর্শকদের মনেও তাঁর উজ্জ্বল উপস্থিতি। বিভিন্ন ধারার গান বেঁধেছিলেন রাহুল। গান শুনেই বোঝা যায় তাঁর সিগনেচার টিউন। ফিরে দেখা যাক এমন পাঁচটি গান। 

রাহুল দেব বর্মণ।

রাহুল দেব বর্মণ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৮ ১৮:০০
Share: Save:

আর ডি বর্মণ। রাহুল দেব বর্মণ। পঞ্চম। যে নামেই তাঁকে ডাকা হোক না কেন, একডাকে চিনবেন সকলে। ১৯৯৪-এর ৪ জানুয়ারি চলে গিয়েছিলেন তিনি। তবে আজও তিনি সমান প্রাসঙ্গিক। ভারতীয় সঙ্গীতের ধারায় তো বটেই, দর্শকদের মনেও তাঁর উজ্জ্বল উপস্থিতি। বিভিন্ন ধারার গান বেঁধেছিলেন রাহুল। গান শুনেই বোঝা যায় তাঁর সিগনেচার টিউন। ফিরে দেখা যাক এমন পাঁচটি গান।

দুনিয়া মে: আরডি-আশা ভোঁসলে জুটির বহু হিট গানের মধ্যে এটি অন্যতম। ১৯৭২-মুক্তি পেয়েছিল ‘আপনা দেশ’। রাজেশ খন্না, মুমতাজ অভিনীত এই ছবিতেই ছিল গানটি।

জয় জয় শিবশঙ্কর: ১৯৭৪। মুক্তি পেল ‘আপ কি কসম’। ফের রাজেশ খন্না, মুমতাজ জুটি। এই ছবির এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। 

দম মারো দম: এই ধরনের গান যকন আরডি তৈরি করছেন, তা নিয়ে একেবারেই খুশি ছিলেন না তাঁর বাবা শচীন দেব বর্মণ। সে সময় নাকি শচীন কত্তাকে আশ্বস্ত করেছিলেন সলিল চৌধুরী।

তেরে বিনা জিন্দেগি সে: ‘আঁধি’র বিখ্যাত এই গানে যেন অন্য রাহুল দেব বর্মণকে চিনেছিলেন দর্শক।

প্যায়ার হামে কিস মোড়: ‘সত্তে পে সত্তা’। অমিতাভ বচ্চনের লিপে সেই বিখ্যাত গান। যেখানে রাহুল দেব বর্মণের সিগনেটার টোন স্পষ্ট। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE