Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Entertainment News

‘ময়ূরাক্ষী’র বাঁকে সম্পর্কের গল্প...

গল্প বলবেন পরিচালক অতনু ঘোষ। তিনিই ক্যাপ্টেন। জবরদস্ত প্লেয়ারদের নিয়ে টিম সাজিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, ইন্দ্রাণী হালদারের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ রয়েছে।

ট্রেলার লঞ্চে গার্গী ও সুদীপ্তা।

ট্রেলার লঞ্চে গার্গী ও সুদীপ্তা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৬:৪২
Share: Save:

সম্পর্কের গল্প। উত্তরাধিকারের গল্প। বাবা-ছেলের গল্প। জানতে গেলে ডুব দিতে হবে ‘ময়ূরাক্ষী’তে।

গল্প বলবেন পরিচালক অতনু ঘোষ। তিনিই ক্যাপ্টেন। জবরদস্ত প্লেয়ারদের নিয়ে টিম সাজিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, ইন্দ্রাণী হালদারের মতো শিল্পীর অভিনয় দেখার সুযোগ রয়েছে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

আরও পড়ুন, সিভি’তে এত কম ছবি কেন? অফার পান না?

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৌমিত্র বললেন, ‘‘মনের মতো চরিত্র সব সময় পাওয়া যায় না। আমার কাছে মনের মতো চরিত্র সেটাই যেখানে আমাকে খাটতে হয়, যেখানে জীবন সদৃশ কিছু খুঁজে পাই। জীবন সদৃশ বলতে আমার জীবনের অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। যা দেখেছি, যা পেয়েছি, যা মানুষকে বলতে চেয়েছি তার একটা খণ্ড চিত্র যদি আমার কাজে দেখাতে পারি তা হলেই অভিনেতা হিসেবে সার্থকতা।’’

আরও পড়ুন, ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে, তবে…

সিনেমা হলের মধ্যে ছবির ট্রেলার লঞ্চের উদ্যোগ নতুন। প্রসেনজিতের কথায়, ‘‘অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ আমাকে দিয়েছেন পরিচালকরা। তবে ময়ূরাক্ষীর মতো চরিত্র করতে পারাটা সত্যিই একটা অভিজ্ঞতা।’’

ট্রেলার লঞ্চে সৌমিত্র ও প্রসেনজিত্।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আগে কাজ করলেও প্রসেনজিতের সঙ্গে এটা অতনুর প্রথম কাজ। দুই তারকাকে ফ্রেমবন্দি করার অভিজ্ঞতা শেয়ার করলেন পরিচালক। ‘‘এঁরা দুই প্রজন্মের দুই মহাতারকা। কিন্তু এঁদের নিয়ে ছবি সে ভাবে হয়নি। এঁদের দু’জনের মধ্যে শ্রদ্ধা, ভালবাসার একটা সম্পর্ক রয়েছে। যেটা আমি কাজ করতে গিয়ে দেখলাম। সেই রসায়নটাও বারবার ফিরে এসেছে ছবিতে’’, বললেন অতনু।

সুদীপ্তা ছবি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ। হেসে ইঙ্গিত দিলেন, ‘‘আমার চরিত্র, অর্থাত্ মল্লিকা বাবা-ছেলের সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ। আর্যনীল ও সুশোভনের বর্তমান জীবন মল্লিকা ছাড়া অতিবাহিত হওয়া সম্ভব নয়। বাকিটা বলব না। হলে গিয়ে দেখতে হবে।’’ ছবিতে নিজের চরিত্র নিয়ে রহস্য বজায় রাখলেন গার্গী। তাঁর কথায়, ‘‘ বাবা-ছেলের সম্পর্কের গল্প। কিন্তু নাম রাখা হয়েছে নদীর নামে, ময়ূরাক্ষী। ধরে নিন আমার চরিত্রটা সেই নদীর এমন একটা বাঁক যা না থাকলে নদী সাগরে পৌঁছবে না।’’

ছবি: অনির্বাণ সাহা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE