Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Amitabh Bachchan

উইকএন্ড পর(দা)চর্চা

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৫:৫৬
Share: Save:

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? সব খবরই কি খবর হওয়ার মতো? এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

দেখুন ভিডিও...

‘প্রত্যেক জন্মদিনে বচ্চন স্যরের বয়সটা এক বছর করে কমুক’

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-এর প্রথম কোটিপতি অনামিকা মজুমদার। বাঙালি। আজন্ম জামশেদপুরের বাসিন্দা। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সংসার। নিউ বারাদ্বারীতে একটি এনজিও চালান অনামিকাদেবী। কেবিসি’র সঞ্চালক তথা বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে, ‘হট সিট’-এর অভিজ্ঞতা শেয়ার করলেন অনামিকা। সবিস্তার পড়তে ক্লিক করুন

শুভ জন্মদিন রেখা, এই গানগুলি আপনার মনে পড়ে?

‘উমরাও জান’ থেকে ‘সিলসিলা’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ থেকে ‘পরিণীতা’— রেখা অভিনীত বলিউড ছবিগুলি আজও দর্শকদের অন্যতম পছন্দ। রেখার ছবির গানও মানুষের মুখে মুখে। ‘ইন আঁখো কি মস্তি সে’ আজও হাজার হাজার মানুষ তাঁর ‘মস্তানা’...। তাঁর ৬৩ তম জন্মদিনে শুনে নিন তাঁর সেরা ৬টি হিন্দি গান। সবিস্তার পড়তে ক্লিক করুন

অমিতাভের জন্মদিনে কী প্ল্যান করল কলকাতার ফ্যানেরা

একেই বোধ হয় বলে ‘জাবরা ফ্যান’! পাঁচ বছর আগে ছোট্ট অগস্তর স্কুল থেকে তার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল। কেন জানেন? কারণ ওই শিশু নাকি ক্লাসে ‘অদ্ভুত’ আচরণ করে। কী ‘অদ্ভুত’ আচরণ? সবিস্তার পড়তে ক্লিক করুন

‘শাহেনশাহ’র জন্মদিনে তাঁর এই গানগুলি মনে পড়ে?

‘ডন’ থেকে ‘সিলসিলা’। ‘গ্রেট গ্যামব্লার’ থেকে ‘মহব্বতে’। অমিতাভ বচ্চনের বলিউড কেরিয়ারে অসংখ্য হিট ছবি। আর সেই ছবির অসংখ্য সুপারহিট গান। বিয়েতে নাচের আসরে অমিতাভের গান। প্রেমে‌র প্রস্তাবে অমিতাভের গান। মন খারাপ হলেও ভরসা বিগ বি’র ‘ও সাথী রে...’। সবিস্তার পড়তে ক্লিক করুন

এফটিআইআইয়ের নয়া প্রধান হচ্ছেন অনুপম

দেশের শীর্ষ চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র নয়া প্রধান হচ্ছেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের। এফটিআইয়ের প্রধান টেলিভিশন তারকা গজেন্দ্র চৌহানের স্থলাভিষিক্ত হবেন অনুপম। চৌহান এফটিআইয়ের প্রধান হওয়ার পর তুমুল ছাত্রবিক্ষোভ হয়েছিল গত বছর। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘কিশোর কুমার একজনই, আর জন্মাবেন না’

কিশোর কুমার তাঁর কাছে ঈশ্বর। বাড়িতে কিশোর কুমারের জুতো রেখে পুজো করেন। নিজের উপার্জনের অর্থ দিয়ে তাঁর ঈশ্বরের একটি মূর্তি তৈরি করিয়েছেন তিনি। কিশোর কুমারের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন কিশোরকণ্ঠী শিল্পী গৌতম ঘোষ। সবিস্তার পড়তে ক্লিক করুন

গায়িকা পরমা দাশগুপ্তর বেস্ট ফ্রেন্ডের নাম জানলে অবাক হবেন

বলিউড গায়িকা পরমা দাশগুপ্তকে তো আপনারা চেনেন। কিন্তু তাঁর প্রিয় বন্ধুকে কি চেনেন? অবশ্যই চেনেন। হলফ করে বলা যায়, পরমার বেস্ট ফ্রেন্ডকেও আপনি চেনেন। তাঁকে সম্মান করেন। আসলে পরমার প্রিয় বন্ধুর নাম কিশোর কুমার। অবাক হচ্ছেন? কিন্তু এ কথা সত্যি। পরমা নিজেই শেয়ার করেছেন এ কথা। সবিস্তার পড়তে ক্লিক করুন

রুক্মিণীর মুড অফ, নেপথ্যে কি দেব?

রুক্মিণী মৈত্রর মনখারাপ। ঠিকই পড়ছেন। মন যে খারাপ তা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নায়িকা স্বয়ং। অন্তত তাঁর শেয়ার করা ছবি দেখে তেমনটাই মনে হচ্ছে সোশ্যাল অডিয়েন্সের। কিন্তু কেন এই অবস্থা? বিশেষ বন্ধু দেবের সঙ্গে কি কোনও সমস্যা হল তাঁর? সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE