Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Entertainment News

‘গ্যাংনাম স্টাইল’কে হঠিয়ে এটিই এখন ইউটিউবের সবচেয়ে হিট ভিডিও

পাইয়ের গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ই প্রথম গান যা ইউটিউব ইতিহাসে ১০০ কোটি ভিউয়ারের মাইলস্টোন পেরিয়েছিল। কিন্তু এ বার সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল উইজ খলিফার ‘সি ইউ এগেন’।

২৮৯ কোটি ৭০ লক্ষ ভিউয়ার এখনও পর্যন্ত দেখেছেন ভিডিওটি। ছবি:ইউটিউবের সৌজন্যে।

২৮৯ কোটি ৭০ লক্ষ ভিউয়ার এখনও পর্যন্ত দেখেছেন ভিডিওটি। ছবি:ইউটিউবের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১০:৫৫
Share: Save:

২০১২ সালে একটি ভিডিওর দৌলতে কোমর দুলিয়েছিল গোটা বিশ্ব। দক্ষিণ কোরীয় গায়ক পাই-এর গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’-এ বুঁদ হয়েছিল গোটা দুনিয়া। প্রায় ২৮৯ কোটি ৫০ লক্ষ ভিউয়ার দেখেছিলেন সেই ভিডিওটি। পাইয়ের গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ই প্রথম গান যা ইউটিউব ইতিহাসে ১০০ কোটি ভিউয়ারের মাইলস্টোন পেরিয়েছিল। কিন্তু এ বার সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল উইজ খলিফার ‘সি ইউ এগেন’।

আরও পড়ুন: ‘আপনি কি বিছানায় কমফোর্টেবল?’

মঙ্গলবার সকালেই ‘গ্যাংনাম স্টাইল’-এর রেকর্ড ভেঙে ২৮৯ কোটি ৭০ লক্ষের চৌকাঠ পেরিয়েছে আমেরিকান র‌্যাপার উইজ খলিফার এই গান। মিউজিক ভিডিওটিতে একটি অন্যতম চরিত্রে রয়েছেন গায়ক চার্লি পুথ। ২০১৫-র অ্যাকশন ছবি ‘ফিউরিয়াস ৭’-এ ছিল খলিফার ‘সি ইউ এগেন’। ২০১৩-য় পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই রেকর্ড করা হয়েছিল ‘সি ইউ এগেন’।

দেখুন সেই ভিডিও

মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন মার্ক ক্লাসফেল্ড। ২০১৫-র ৬ এপ্রিল ইউটিউবে আপলোড করা হয়েছিল ভিডিওটি।

‘সি ইউ এগেন’-এর পর ইউটিউবে ভাইরাল ভিডিওগুলোর মধ্যে রয়েছে জাস্টিন বিবারের ‘সরি’, মার্ক রনসনের ‘আপটাউন ফাঙ্ক’, লুইস ফনসোই এবং ড্যাডি ইয়ানকি’স-এর ডেসপাসিটো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE