Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ইডেনে সেনানায়কদের নামে স্ট্যান্ড করার দাবি সেনার

ইডেনে আইপিএলের ম্যাচের মধ্যেই আজ, শুক্রবার একটি অনুষ্ঠান সেরে ফেলতে চায় সেনা। কী সেই অনুষ্ঠান? না, ইডেনে যেমন পঙ্কজ রায়, জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে এক-একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০৩:৪৮
Share: Save:

ইডেনে আইপিএলের ম্যাচের মধ্যেই আজ, শুক্রবার একটি অনুষ্ঠান সেরে ফেলতে চায় সেনা। কী সেই অনুষ্ঠান? না, ইডেনে যেমন পঙ্কজ রায়, জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে এক-একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে, তেমনই দেশের বীর যোদ্ধাদের নামে স্ট্যান্ডের নামকরণ করতে চাইছে সেনা কর্তৃপক্ষ। সেই নামকরণের ব্যাপারটিই সেরে ফেলা হতে পারে আজ, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের মধ্যে।

আইপিএলের ম্যাচের মধ্যে সেনার তরফে হাজির হয়ে এমন অনুষ্ঠান করা নজিরবিহীন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, ক্রিকেট প্রশাসকদের সঙ্গে কথা বলে এবং তাঁদের অনুমোদন নিয়েই সেনা কর্তারা আসছেন। কৃতী যোদ্ধাদের নামে বোর্ড তৈরিও হয়ে গিয়েছে বলে খবর।

ভারতের অন্য কোনও ক্রিকেট মাঠে দেশের শহিদ বা সেনাবাহিনীর কৃতী ব্যক্তিদের নামে স্ট্যান্ডের নামকরণ হয়েছে বলেও শোনা যায়নি। ওয়াংখেড়েতেই যেমন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে শুধু কিংবদন্তি ক্রিকেটারদের নামেই। আবার এটাও ঠিক যে, ময়দানের আরও অনেক মাঠের মতো ইডেন এখনও সেনার অধীনে। সিএবি এই মাঠ পায় লিজ অনুসারে। পাকাপাকি ভাবে সেনানায়কদের নাম ইডেনে বসার প্রতিক্রিয়া কী হয়, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE