Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

বৃষ্টিতে বন্ধ কলকাতা-হায়দরাবাদ ম্যাচ, লাইভ...

আইপিএল-এর এলিমিনেশন রাউন্ডের ম্যাচে মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ। যে হারবে তার জন্যই শেষ হয়ে যাবে এ বারের মতো আইপিএল যাত্রা। নিউট্রাল ভেন্যুতে এদিন তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দুই দল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২০:২৭
Share: Save:

• বৃষ্টিতে আটকে কলকাতার ইনিংস। এখনও ব্যাট করতে নামতে পারেনি কলকাতা।

• ২০ ওভারে হায়দরাবাদ ১২৮/৭

• বোল্টের বলে লিনকে ক্যাচ দিয়ে ফিরলেন ওঝা। করলেন ১৬ রান।

• আউট....

• ১৯ ওভারে হায়দরাবাদ ১২১/৬।

• কুন্টার নাইলের বলে তাঁকেই ক্যাচ দিয়ে কোনও রান না করে ফিরলেন জর্ডন।

• আবার আউট...

• কুল্টার নাইলের বলে সূর্যকুমারকে ক্যাচ দিয়ে আউট শঙ্কর। করলেন ২২ রান।

• আউট...

• বোল্টকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকালেন শঙ্কর ও ওঝা।

• ১৬ বলে হায়দরাবাদ ১০৩/৪।

• উমেশ যাদবের বলে চাওলাকে ক্যাচ দিয়ে আউট যুবরাজ। করলেন ৯ রান।

• আউট...

• ১৫ ওভারে‌ হায়দরাবাদ ৯৮/৩।

• ১৩ ওভারে হায়দরাবাদ ৮০/৩।

• ব্যাট করছেন যুবরাজ সিংহ ও বিজয় শঙ্কর।

• চাওলার বলে বোল্ড হয়ে ফিরলেন ডেভিড ওয়ার্নার। করলেন ৩৭ রান।

• আউট....

• ১২ ওভারে হায়দরাবাদ ৭৫/২।

• কুল্টার নাইলের বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন কেন উইলিয়ামসন। করলেন ২৪ রান।

• আউট.....

• ১১ ওভারে হায়দরাবাদ ৭১/১।

• নারিনকে ওয়ার্নারের ওভার বাউন্ডারি।

• কুল্টার নাইলকে উইলিয়ামসনের পর পর বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

• ৯ ওভারে হায়দরাবাদ ৪৮/১।

• ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

• চাহালকে ছক্কা হাঁকালেন ওয়ার্নার।

• ৭ ওভারে হায়দরাবাদ ৩৭/১।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৫ ওভারে হায়দরাবাদ ২৭/১।

• উমেশের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে মাত্র ১১ রান করে প্যাভেলি।নে ফিরলেন হায়দরাবাদের ওপেনার শিখর ধবন।

• আউট......

• ৪ ওভারে হায়দরাবাদ ২৫/০।

• ২ ওভারে হায়দরাবাদ ১৩/০।

• বল হাতে কেকেআর-এর হয়ে ওপেন করলেন উমেশ যাদব।

• ওপেম করতে এলেন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন।

• টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কলকাতা।

• ম্যাচ শুরু।

আইপিএল-এর এলিমিনেশন রাউন্ডের ম্যাচে মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ। যে হারবে তার জন্যই শেষ হয়ে যাবে এ বারের মতো আইপিএল যাত্রা। নিউট্রাল ভেন্যুতে এদিন তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দুই দল। একজন দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা। অন্যজন গতবারের চ্যাম্পিয়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE