Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রোহিতের শাস্তি নিয়ে শুরু বিতর্ক

শেষ ওভারে জেতার জন্য ১৭ রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার রাতে রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে। জয়দেব উনাদকটের প্রথম বলেই হার্দিক পাণ্ড্য আউট হয়ে যান। দ্বিতীয় বলে ছয় মারেন মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা।

বিতর্ক: আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি রোহিতের। ফাইল চিত্র

বিতর্ক: আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি রোহিতের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০৪:৪৬
Share: Save:

শেষ ওভারে জেতার জন্য ১৭ রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। সোমবার রাতে রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে।

জয়দেব উনাদকটের প্রথম বলেই হার্দিক পাণ্ড্য আউট হয়ে যান। দ্বিতীয় বলে ছয় মারেন মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মা। তিন নম্বর বলটা অফ স্টাম্পের অনেক বাইরে যাওয়ায় রোহিত তা খেলার চেষ্টাই করেননি। কিন্তু আম্পায়ার এস রবি ওয়াইড না ডাকায় রোহিত বেশ রেগে যান। এবং তিনি আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। এই তর্কাতর্কি থামাতে স্কোয়ার লেগ থেকে আর এক আম্পায়ার নন্দকিশোর ছুটে আসেন। এই ঘটনার জন্য রোহিতকে ম্যাচ ফি-র অর্ধেক জরিমানা করা হল মঙ্গলবার।

এই ঘটনায় অবশ্য অধিনায়কের পাশেই আছেন হরভজন সিংহ। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘বলটা অনেকটাই বাইরে ছিল, এটা ঠিকই। কিন্তু ওয়াইড ছিল কী না, জানি না ব্যাটসম্যানের দু’পা-ই যদি নড়াচড়া করে, তা হলে সেটা বোলারের পক্ষে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে রোহিত একটা পা সরেছিল। তাই ওটা বোধহয় ওয়াইড বলই ছিল।’’

হরভজনের বক্তব্য, রোহিত ওই সময় আম্পায়ারকে অপমান করতে চাননি। তিনি বলেন, ‘‘রোহিত আম্পায়ারের কাছে নিয়মটা জানতে গিয়েছিল। ওর কোথায় দাঁড়ানো উচিত, সেটাই জানতে চেয়েছিল আম্পায়ারের কাছে। জিজ্ঞেসও করেছিল, কেন বলটা ওয়াইড ডাকা হল না। একবারও আম্পায়ারের সঙ্গে চেঁচিয়ে কথা বলেনি ও। আম্পায়ারের সিদ্ধান্ত তো মানতেই হবে। তা ছাড়া ওরা (পুণে) আমাদের চেয়ে অনেক ভাল খেলেছে।’’

আরও পড়ুন...
যুদ্ধের আগে ধোনির প্রশংসা গম্ভীরের

ও দিকে পুণের ব্যাটিং ভরসা অজিঙ্ক রাহানে আবার বলেন, ‘‘আমার তো মনে হয়েছে আম্পায়ার ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। যখন ব্যাটসম্যান স্টাম্পের সামনে কোনাকুনি ভাবে এগিয়ে আসে, তখন অফ স্টাম্পের বাইরে যে অঞ্চলটা বেড়ে যায়, সেটা বোলারের পক্ষেই যায়। তবে ওই পরিস্থিতিতে ক্যাপ্টেন হিসেবে রোহিতের আচরণ স্বাভাবিক। ম্যাচ যখন এত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, তখন এমন হয়েই থাকে।’’

তবে ওই ঘটনার জন্য ছন্দ নষ্ট হয়ে গিয়েছিল বলে মনে করেন না হরভজন। বলেন, ‘‘রোহিত তো তখন ভালই শট মারছিল। তাই ওই ঘটনায় ছন্দ নষ্ট হয়নি। কিন্তু পরের বলটা ও যে সোজা আকাশে তুলে দেবে, কে ভেবেছিল? ক্রিকেটে এরকমই হয়।’’ শেষ ওভারে জয়দেবকে বল দেওয়া নিয়ে রাহানে বলেন, ‘‘শার্দূলের চেয়ে জয়দেবের বলের গতি কম। তাই ওকেই দেওয়া হয়। কারণ, শেষ ওভারে বলের বেশি গতি ওরা কাজে লাগিয়ে নিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE