Advertisement
২৩ এপ্রিল ২০২৪
সেরা সন্দীপ: ২২ রানে ৩ উইকেট // কিংগস ইলেভেন ১৯ রানে জয়ী

এত হার জীবনে দেখেননি বিরাট

এত অসহায় বোধহয় কখনও লাগেনি বিরাট কোহালিকে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়ে যতটা গর্বিত হয়েছেন, চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর তার চেয়েও বেশি লজ্জায় মাথা হেঁট হয়ে গেল কোহালির।

অবাক: ফের হার। কোহালি জানেন না কী হচ্ছে। ছবি: এএফপি

অবাক: ফের হার। কোহালি জানেন না কী হচ্ছে। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৫:৪৮
Share: Save:

এত অসহায় বোধহয় কখনও লাগেনি বিরাট কোহালিকে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়ে যতটা গর্বিত হয়েছেন, চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর তার চেয়েও বেশি লজ্জায় মাথা হেঁট হয়ে গেল কোহালির। হতাশা চাপতে না পেরে বলেই ফেললেন, ‘‘একই মরসুমে পরপর এত হার দেখতে হয়নি কখনও। ভীষণ হতাশ লাগছে।’’

ঘরের মাঠে ১৩৯ রানের লক্ষ্যও ছুঁতে না পারাটা কোহালির দলের কাছে সত্যিই অস্বাভাবিক। শুক্রবার কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে আরসিবি অল ১১৯ রানে অল আউট হয়ে যায়। মাত্র ছ’রান করার পর পঞ্জাব পেসার সন্দীপ শর্মা কোহালির স্টাম্প ছিটকে দেন। রান পাননি ক্রিস গেল (০), এবি ডিভিলিয়ার্সরা (১০)। এই দু’জনকেও ফিরিয়ে দেন সন্দীপ। খেলার পর কিংগস ইলেভেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘‘অক্ষর পটেলের রানের সাহায্যে আমরা শেষমেশ ভাল একটা টোটাল পেতে সাহায্য করে। একই ম্যাচে পরপর তিনটে বড় উইকেট নিয়েছে সন্দীপ। দারুণ বল করেছে ও।’’

প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়ে কোহালি বলেছিলেন, বাকি ম্যাচগুলো উপভোগ করে খেলতে চান। কিন্তু এ দিন তাঁর দলের ব্যাটসম্যানদের অদ্ভূত শট বাছাই ও ভুল করা দেখে মনে হচ্ছিল আতঙ্কের আবহে রয়েছে দলটা। খেলার পর বিরাট বললেন, ‘‘কী বলব বুঝতে পারছি না। কোনও কিছুই ঠিক হচ্ছে না আমাদের। দলের সবাই ইতিবাচক হওয়ার চেষ্টা করছি। কিন্তু পারছি না। কিছুতেই নিজেদের শোধরাতে পারছি না। কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছি না।’’

শুক্রবার এই জয়ের পর লিগ টেবিলে চার নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিলেন ম্যাক্সওয়েলরা। শনিবার পুণের কাছে ওয়ার্নাররা হেরে গেলে এই লড়াই আরও জমে যাবে। দলের ক্যাপ্টেন গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘‘আরও ভাল খেলব আমরা। সামনে অনেক কিছু আসছে। দেখা যাক কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE