Advertisement
২০ এপ্রিল ২০২৪

আগ্রাসন চান শিখর

কিংগস ইলেভেন পঞ্জাবকে হারানোর পিছনে তাঁর বিধ্বংসী ইনিংস ছিল অন্যতম কারণ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর পার্টনারশিপের সৌজন্যে ঝড়ের গতিতে শুরু করে সানরাইজার্স। তিনি— শিখর ধবন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৪৭
Share: Save:

কিংগস ইলেভেন পঞ্জাবকে হারানোর পিছনে তাঁর বিধ্বংসী ইনিংস ছিল অন্যতম কারণ। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর পার্টনারশিপের সৌজন্যে ঝড়ের গতিতে শুরু করে সানরাইজার্স। তিনি— শিখর ধবন।

ওয়ার্নারের সঙ্গে তাঁর সফল পার্টনারশিপের রহস্য কী? আইপিএল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ধবন বলছেন, ‘‘ওয়ার্নারের সঙ্গে আলাদা একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। গত দু’তিন মরসুম ধরে একসঙ্গে ওপেন করছি আমরা। আমরা সব সময় আক্রমণাত্মক শুরু করতে চাই।’’ চব্বিশ ঘণ্টার মধ্যেই সামনে অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্স। ধবন জানিয়ে দিলেন, হায়দরাবাদের এখন নীতি হচ্ছে আগ্রাসী ক্রিকেট উপহার দেওয়া। ‘‘গত কয়েক ম্যাচে আমাদের রান রেট খুব স্লো ছিল। আমরা ঠিক করেছিলাম আগ্রাসী ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলব। সেটা করার চেষ্টা করেছি,’’ বলছেন ধবন।

হায়দরাবাদ ওপেনারের মতে দলের অন্যতম শক্তি তাদের ব্যাটিং লাইন আপ। ‘‘এ রকম টুর্নামেন্টে শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ থাকলে দলের সুবিধা হয়। আমাদের ব্যাটিং লাইন আপ খুবই ভাল,’’ বলছেন ধবন। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমাদের দলের স্ট্র্যাটেজি হচ্ছে প্রথম চারজন ব্যাটসম্যানের মধ্যে একজন যাতে ইনিংসের শেষ অবধি থাকে।’’

ধবন-ওয়ার্নারের পার্টনারশিপের প্রশংসা করে সানরাইজার্সের বিদেশি ক্রিকেটার কেন উইলিয়ামসন আবার বলছেন, ‘‘ওপেনাররা আমাদের ভাল একটা মঞ্চ তৈরি করে দেয়। ওয়ার্নার আর ধবনের পার্টনারশিপই দুশোর ওপর তুলতে সাহায্য করে। ওরা দু’জন দারুণ ব্যাটিং করেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2017 IPL 10 Cricket Shikhar Dhawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE