Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports

আইপিএল টিম হোটেলে ধৃত তিন বুকি, নজরে দু’ই ক্রিকেটার

কানপুর পুলিশের সিনিয়ার সুপারেনটেন্ডেন্ট জানান শুধু এই তিন জনই নয় তাঁদের নজর আছে দু’ই গুজরাত ক্রিকেটারের উপরও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মে ২০১৭ ১৮:৩৬
Share: Save:

আইপিএল কে ঘিরে টাকা উড়ছে দেশ জুড়ে। চলতি আইপিএলে বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার কানপুর থেকে তিন সন্দেহভাজনকে গ্রফতার করল কানপুর পুলিশ। দিল্লি-গুজরাত ম্যাচের আগে দু’দলের প্লেয়াররা যে হোটেলে ছিলেন সেই হোটেল থেকেই ৪১ লক্ষ টাকা সহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিসিসিআই-এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ করে জানানো হয় ওই তিন সন্দেহভাজন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেছিল।

দুর্নীতি দমন শাখার এই নজরদারির ফলেই ওই তিন অভিযুক্ত কে ধরতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি কানপুর পুলিশকে। এ দিন পুলিশের তরফ থেকে অভিযুক্তদের পরিচয় সামনে আনা হয়।

আরও পড়ুন: মুম্বই ম্যাচে ওপেন করতে হবে জানতেনই না ঋদ্ধি!

তিন জনের মধ্যে এক জনের নাম রমেশ নয়ন শাহ, পেশায় ব্যবসায়ী। বাকি দু’জন রমেশ কুমার ও বিকাশ কুমার স্থানীয় বাসিন্দা।

প্রসঙ্গত, গ্রিনপার্ক স্টেডিয়ামে হোর্ডিং লাগানোর কনট্রাক্ট ছিল এই রাজেশের কাছেই। রাজেশই রমেশ নয়নের জন্য হোটেলে রুম বুক করেছিল যেখানে বসে আজমেঢ়ের বুকি বান্টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। বান্টিকে গ্রেফতার করতে আজমেঢ়ে অভিযান চালাচ্ছে পুলিশ।

কানপুর পুলিশের সিনিয়ার সুপারেনটেন্ডেন্ট জানান শুধু এই তিন জনই নয় তাঁদের নজর আছে দু’ই গুজরাত ক্রিকেটারের উপরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL 10 IPL 2017 Match Fixing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE