Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

প্লে-অফে মুম্বই বনাম পুণে, কলকাতা বনাম হায়দরাবাদ

পুণের জয়ের সঙ্গেই দশম আইপিএল পেয়ে গেল চার দলকে। যারা খেলবে প্লে-অফে। মুম্বই ও হায়দরাবাদ আগেই পৌঁছে গিয়েছিল প্লে-অফে। মুম্বইয়ের পয়েন্ট ২০। হায়দরাবাদের পয়েন্ট ছিল ১৭। তিন ও চার নম্বর স্থানের জন্য লড়াই ছিল তিন দলের মধ্যে।

পুণে-পঞ্জাব ম্যাচের একটি দৃশ্য। ছবি: এএফপি।

পুণে-পঞ্জাব ম্যাচের একটি দৃশ্য। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৯:৫৪
Share: Save:

পুণের জয়ের সঙ্গেই দশম আইপিএল পেয়ে গেল চার দলকে। যারা খেলবে প্লে-অফে। মুম্বই ও হায়দরাবাদ আগেই পৌঁছে গিয়েছিল প্লে-অফে। মুম্বইয়ের পয়েন্ট ২০। হায়দরাবাদের পয়েন্ট ছিল ১৭। তিন ও চার নম্বর স্থানের জন্য লড়াই ছিল তিন দলের মধ্যে। কলকাতা, পুণে ও পঞ্জাবের মধ্যে যে কোনও দু’দলই যেতে পারত প্লে-অফে। কলকাতার যা রান রেট তাতে তাদের আটকানো সহজ ছিল না। বিরাট বড় কিছু রানের পাহাড় তৈরি না হলে। যেটা এই আইপিএল-এ দেখা যায়নি। কিন্তু যে ম্যাচের উপর বাকি দুই প্লে-অফ দলের ভাগ্য নির্ভর করছিল সেই ম্যাচ শেষ হল ৭৩ রানের দলগত লক্ষ্যে। যেটা এই আইপিএল-এর কম রানের একটি। যে কারণে সহজেই জিতে নিল পুণে। পুণের জয়ের সঙ্গেই কলকাতাও চলে গেল প্লে-অফে।

আরও খবর: ৭৩ রানেই শেষ পঞ্জাবের ইনিংস

দশম আইপিএল-এর প্লে-অফে মুম্বইয়ে কোয়ালিফাইংয়ে মুখোমুখি হবে মুম্বই ও পুণে। বেঙ্গালুরুতে কলকাতা ও হায়দরাবাদ খেলবে এলিমিনেশন রাউন্ড। এলিমিনেশন পর্ব থেকে যে দল হেরে যাবে সে ছিটকে যাবে আইপিএল থেকে। যে জিতবে তাঁকে খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ডে হেরে যাওয়া দলের সঙ্গে। সেখান থেকে যে জিতবে তাঁকে ফাইনালে খেলতে হবে কোয়ালিফাইংয়ের জয়ী দলের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2017 IPL 10 Cricket Play-Off
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE