সতেরোতম বর্ষে পা দেওয়া কাকদ্বীপ রবীন্দ্র সঙ্ঘের থিম এ বার পরিবেশ সচেতনতা। শিল্পী বিশ্বজিৎ পাড়ুই জানালেন, এক দিকে একটি গ্লোব তৈরি করে তাতে আগুন ধরে যাওয়ার একটি মডেল থাকবে। আর অন্য দিকে, মণ্ডপের বিভিন্ন জায়গা করাত দিয়ে সাজানো হবে। মণ্ডপের দেওয়ালগুলিতে বড় বড় করাতের মডেল দর্শনার্থীদের হয় তো একটু অন্য রকম ঠেকতে পারে।