Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মশাবাহিত রোগ দমনে উদ্যোগ

কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামোর জন্য এ শহরে মশার আতঙ্ক থেকেই যাচ্ছে। তাই ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত অন্য রোগ দমনে শহর লাগোয়া পুরসভাগুলির পরিকাঠামো উন্নয়নে জাতীয় স্বাস্থ্য মিশনে আবেদন জানিয়েছিল পুর-প্রশাসন। সম্প্রতি সেই আবেদনে সায় দিয়ে ১ অগস্ট কলকাতা-সহ শহর লাগোয়া পুরসভাগুলির সঙ্গে বৈঠকে বসছে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি)।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:২৭
Share: Save:

কলকাতা লাগোয়া কয়েকটি পুরসভার দুর্বল পরিকাঠামোর জন্য এ শহরে মশার আতঙ্ক থেকেই যাচ্ছে। তাই ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত অন্য রোগ দমনে শহর লাগোয়া পুরসভাগুলির পরিকাঠামো উন্নয়নে জাতীয় স্বাস্থ্য মিশনে আবেদন জানিয়েছিল পুর-প্রশাসন। সম্প্রতি সেই আবেদনে সায় দিয়ে ১ অগস্ট কলকাতা-সহ শহর লাগোয়া পুরসভাগুলির সঙ্গে বৈঠকে বসছে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি)।

বৃহস্পতিবার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, এ দিন বিধাননগর, হাওড়া, দমদম, মহেশতলা, বারুইপুর-সহ মোট ১০টি পুরসভার প্রশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। মশাবাহিত রোগ নিবারণে ওই সব পুরসভার কী পরিকাঠামো দরকার তা জানানো হয়েছে। প্রতিটি পুরসভার জনসংখ্যা, গত ক’বছরের মশাবাহিত রোগের তথ্য এবং ডাক্তারের সংখ্যা দিয়ে রিপোর্ট তৈরি করে রাখতে বলা হয়েছে। সে সবই জাতীয় স্বাস্থ্য মিশনের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। তার উপর ভিত্তি করেই কেন্দ্রের আর্থিক সহায়তা মিলবে বলে পুর-প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malaria Municipal authority Atin Ghosh NVBDCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE