Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কোন দশা-অন্তর্দশায় মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হয়

অষ্ঠবর্গে যদি দ্বাদশভাবে রাহু থাকে, তবে জীবনে বহুবার মামলা–মোকদ্দমায় ভুগতে হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৫
Share: Save:

লগ্নপতি দুর্বল হয়ে পাপ যুক্ত হলে।

দ্বিতীয়পতি রবি যুক্ত হয়ে দ্বাদশ ভাবে বা নীচস্থ বা পাপদৃষ্ট হলে।

নীচস্থ চন্দ্রের দশায় মামলা–মোকদ্দমা বা কারাবাস হয়।

রাহুর দশা মঙ্গলের অন্তর্দশায় মামলা–মোকদ্দমার সম্ভাবনা থাকে।

পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা অবস্থানকারী গ্রহরা সঙ্গী অর্থাৎ নক্ষত্রে অবস্থান করে।

অষ্ঠবর্গ ছকে যদি চন্দ্র অশুভ স্থানে থাকে তবে মামলায় ভুগতে হবে।

অষ্ঠবর্গ মঙ্গল যদি অষ্টমভাবে থাকে, তবে কারাবাস হয়।

অষ্ঠবর্গে যদি দ্বাদশভাবে রাহু থাকে, তবে জীবনে বহুবার মামলা–মোকদ্দমায় ভুগতে হবে।

মঙ্গল যদি পাপগ্রহ দ্বারা আক্রান্ত, পীড়িত বা দৃষ্ট হয়।

মঙ্গল যদি লগ্নে, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে।

রবি যদি নীচস্থ হয় বা অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকে।

রাহু, মঙ্গল, শনি যদি একত্রে অশুভ স্থানে থাকে।

ধনপতি এবং আয়পতি গ্রহ ষষ্ঠ, অষ্টম, অথবা ব্যয় ভাবগত হলে মামলা–মোকদ্দমা ও রাজদণ্ড হয়।

যদি নীচস্থ বৃহস্পতির দশা মঙ্গলের অন্তর্দশা চলে তবে অহেতুক ঝামেলা, মানহানি, পুলিশি সংক্রান্ত সমস্যা হবে।

কেতুর দশা এবং শনি অথবা মঙ্গলের অন্তর্দশায় মামলা–মোকদ্দমা হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Effects of planets legal trouble Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE