Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গ্রহগত দিক থেকে চাকরির স্থান নির্ণয় জেনে নিন

আমাদের মধ্যে যারা চাকরিতে নিযুক্ত হতে চাই, তারা সকলেই চাই একটা ভাল কর্মে নিযুক্ত হতে। পূর্বজন্মের শুভ এবং অশুভ কর্মের ওপর কিছুটা নির্ভর করে কে কেমন চাকরি পাবে। আবার এ জন্মের কর্মের অপরেও কিছুটা নির্ভর করে ভাল কর্মে লিপ্ত হওয়াটা। 

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০০:০৭
Share: Save:

আমাদের মধ্যে যারা চাকরিতে নিযুক্ত হতে চাই, তারা সকলেই চাই একটা ভাল কর্মে নিযুক্ত হতে। পূর্বজন্মের শুভ এবং অশুভ কর্মের ওপর কিছুটা নির্ভর করে কে কেমন চাকরি পাবে। আবার এ জন্মের কর্মের অপরেও কিছুটা নির্ভর করে ভাল কর্মে লিপ্ত হওয়াটা।
দেখে নেওয়া যাক কোন গ্রহে কিরকম চাকরি
মঙ্গল – পুলিশ, গৃহনির্মাণ, সেনাবিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্ক যুক্ত কাজ ইত্যাদি।
বুধ – সাংবাদিকতা, আয়কর, বাদ্যকার, জীবনবীমা, ডাক-তার বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, প্রেস, উকিল, শিল্পের টেকনিক মেকানিক্যাল, দুত ইত্যাদি।
বৃহস্পতি – যে কোনও কাজেই এরা কৃতকার্য হতে পারে। অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পুজোপাঠ, বিচারক, গুরুগিরি ইত্যাদি ।
শুক্র – সঙ্গিত, জ্যোতিষী, আইনবিদ, সুগন্ধ দ্রব্যের ব্যবসা, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান, স্বর্ণব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ ইত্যাদি।
শনি – রাজনীতিবিদ, জ্যোতিষী, পুজোপাঠ, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী, কৃষি, ভারি লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি ইত্যাদি ।
রাহু – বিকলাঙ্গদের শিল্প- বাণিজ্য, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোর, ডাকাত, কাঁসা- পিতল, ব্যাঙ্ক, আমদানি-রপ্তানি, বিদ্যুৎ, ইলেকট্রিক ইঞ্জিয়ার, রেডিও, শিক্ষক ইত্যাদি।
কেতু – নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কেমিস্ট, কাস্টম, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক, কীর্তনিয়া, স্টিল ইত্যাদি ।
রবি – সরকারি চাকরি, বেসরকারি উচ্চ পদ চলচ্চিত্রের পরিচালক, চিকিৎসক, প্রেসিডেন্ট ইত্যাদির সম্ভবনা।
চন্দ্র – সবরকমের তরল পদার্থ, চিত্রশিল্পী, সেলসম্যান, নাবিক, টুরিস্ট গাইড, ক্যাটারার, অভিনয়, কৃষি, সম্পাদক ইত্যাদি ।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Job planet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE