Advertisement
২৪ এপ্রিল ২০২৪

করতলে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি হয়

করতলে চতুষ্কোণ চিহ্ন থাকলে তবে তা সেই সব বিপদ থেকে রক্ষা করে। এই চিহ্ন যার যত বেশি থাকে, সে নিজ চেষ্টা ও বুদ্ধি বলে তত বেশি খ্যাতিমান, প্রতিষ্ঠাশালী ও ধনবান হতে সক্ষম হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ০০:৫৭
Share: Save:

করতলে চতুষ্কোণ চিহ্ন থাকলে কি হয় জেনে নিন।
চতুষ্কোণ চিহ্ন নানা ধরনের হয়। দ্বীপ বা যব, বা বৃত্তচিহ্ন হাতের যেখানে থেকে ক্ষতি করার চেষ্টা করে, সেখানে যদি একটা চতুষ্কোণ চিহ্ন থাকে তবে তা সেই সব বিপদ থেকে রক্ষা করে।
এই চিহ্ন যার যত বেশি থাকে, সে নিজ চেষ্টা ও বুদ্ধি বলে তত বেশি খ্যাতিমান, প্রতিষ্ঠাশালী ও ধনবান হতে সক্ষম হয়।
১) শুক্রের ক্ষেত্রে একটি চতুষ্কোণ চিহ্ন থাকলে, জাতক ধর্মোন্নতির কাজে লিপ্ত হয়। এরা সধারণতঃ বিদ্যা শিক্ষার্থে গুরুর আশ্রমে থাকতে ভালবাসেন।
২) শনির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্নের মধ্যে একটি রক্তবর্ণ বিন্দু বা দাগ থাকলে, জাতক অগ্নিদাহ থেকে নিষ্কৃতি পেয়ে থাকে।
৩) রবির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্নটি যশ প্রাপ্তির ও ধনোপার্জনের যাবতীয় বিঘ্ন দূর করে থাকে। তিনি সর্বত্র বিজয়ী হন।
৪) বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ থাকলে জাতকের আকাঙ্ক্ষা পূরণের বাধা দূরীভূত করে মুল্য প্রদান করে। এখানে চতুষ্কোণ চিহ্ন খুব শুভ।
৫) চতুষ্কোণ চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে, জাতক বিশাল ভূ-সম্পত্তির অধিকারী হয়।
৬) চতুষ্কোণ চিহ্ন রাহুর ক্ষেত্রে থাকলে, জাতক কর্তব্য পালনে তৎপর, ন্যায়পরায়ণ, যশস্বী, সন্মানিত ও পরোপকারী হয়। কিন্তু বহু স্থলে সে তার বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে থাকে।
৭) হৃদয়রেখার উপরে চতুষ্কোণ চিহ্ন থাকলে প্রেমের অসফলতা নির্দেশ করে।
৮) করতলে চতুষ্কোণ চিহ্ন যেন সমস্ত বিঘ্ন-বিপদ ইত্যাদির হাত থেকে রক্ষা কবচ স্বরূপ। ভাগ্যরেখায় চতুষ্কোণ চিহ্ন আর্থিক এবং অন্যান্য ক্ষতির হাত থেকে জাতককে রক্ষা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology squre mark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE