পূজা-পাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। আপনার কু-চিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময়। আপনি কোনও ভাল কারণে পুরষ্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তি যোগ রয়েছে। আজ কোনও কারণে বিপদে পরে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। আজ কাউকে বিশ্বাস করবেন না।
স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ বাড়তে পারে। ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার আশা রাখতে পারেন। পড়াশুনাতে ভাল মন বসবে। স্ত্রীর থেকে দূরে থাকার জন্য বিরহ যন্ত্রণা ভোগ করতে হতে পারে। সারা মাসে কোনও সময় আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুর ভয় থাকবে। সন্তানের ব্যপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। বছরের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় অশান্তি বাড়তে পারে, পুরনো কোনও অশান্তি মিটে যেতে পারে। কোনও লোককে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। কোনও কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে।
পাইলট, সামরিক অফিসার, নৌ–সৈনিক, পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করবে। অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। হঠাৎ কিছু পাওয়ার আশা করা উচিৎ হবে না। এদের স্বাস্থ্য ভাল যায় না। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে ভালো হবে।
(অভিনেত্রী)
(গায়ক)
(চিত্র পরিচালক)
(অভিনেতা)