Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আইএস-এর হাতে বন্দি ২ জাপানি, দাবি মুক্তিপণ

আপাদমস্তক কালো পোশাকে ঢাকা এক আইএস জঙ্গি। হাতে চকচকে ছুরি। তার সামনে কমলা পোশাক পরা দু’জন জাপানি বন্দি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি ডলার হাতে না পেলে ওই দুই বন্দিকে খুন করে ফেলা হবে, এমন হুমকি দিয়েই নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে ওই জঙ্গিগোষ্ঠী।

সংবাদ সংস্থা
জেরুজালেম শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০৩:১৩
Share: Save:

আপাদমস্তক কালো পোশাকে ঢাকা এক আইএস জঙ্গি। হাতে চকচকে ছুরি। তার সামনে কমলা পোশাক পরা দু’জন জাপানি বন্দি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি ডলার হাতে না পেলে ওই দুই বন্দিকে খুন করে ফেলা হবে, এমন হুমকি দিয়েই নিজেদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে ওই জঙ্গিগোষ্ঠী।

গত বছরের অগস্ট থেকে এখনও পর্যন্ত জনা পাঁচেক বিদেশি বন্দির গলা কেটে খুন করার ভিডিও প্রকাশ করেছিল আইএস। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন স্যাটলফ, মার্কিন ত্রাণকর্মী পিটার কাসিগ এবং ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিং ও ডেভিড হেইনস। কিন্তু এই ভিডিওটির বিষয়বস্তু আলাদা। বন্দিদের জন্য মুক্তিপণ চাওয়া হয়েছে এই ভিডিওয়। ওই জঙ্গি ২০ কোটি ডলার মুক্তিপণ দাবির সঙ্গেই জানিয়েছে এমন চাহিদার কারণও। সম্প্রতি পশ্চিম এশিয়ার কয়েকটি দেশকে ২০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি জানিয়েছিলেন, ইরাক এবং সিরিয়া দখলের জন্য আইএস যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে তার জেরে উদ্বাস্তুদের ভিড় বাড়ছে প্রতিবেশী দেশগুলিতে। তাদের জন্যই সাহায্যের হাত বাড়িয়েছিলেন আবে। জাপানি প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই এই মুক্তিপণ দাবি, জানিয়েছে ওই জঙ্গি।

জাপান সরকারের প্রধান মুখপাত্র ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁদের কাছে প্রতিটি জীবন অমূল্য। ওই দুই বন্দিকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হবে। কিন্তু কোনও ভাবেই সন্ত্রাসের সামনে নত হবে না জাপান। ওই বন্দিদের ছাড়াতে সরকার কী পদক্ষেপ করবে, তা আলোচনা করছেন মন্ত্রিসভার সদস্যরা। পাশাপাশি ওই ভিডিওটি আসল কি না, তা-ও খতিয়ে দেখছে জাপানের বিদেশ মন্ত্রক।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এখন জেরুজালেমে। এই ভিডিও প্রকাশের পর তিনি বলেছেন, “ওই দুই বন্দির যেন কোনও ক্ষতি না করা হয়। আমি বলছি, তাঁদের যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া হোক।” তিনি স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসের সামনে কোনও ভাবেই মাথা নোয়ানো হবে না। আন্তর্জাতিক স্তরে আলাপ-আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

isis japani captives
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE