Advertisement
২০ এপ্রিল ২০২৪

খোঁজ মিলল আলজেরীয় বিমানের ধ্বংসস্তূপের

খোঁজ মিলল ভেঙে পড়া আলজেরীয় বিমানের ধ্বংসস্তূপের। বারকিনা ফাসোর সেনার তরফে ব্রিগেডিয়ার জেনারেল গিলবার্ট দিয়েনগিয়ের আজ জানিয়েছেন, মালির উত্তরে গসি এলাকায় বিমানটি ভেঙে পড়তে দেখেছেন স্থানীয় এক বাসিন্দা। তদন্তকারীদের একটি দল প্রত্যন্ত ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে বলে খবর। ফরাসি সেনার কাছে রয়েছে বিমানটির ব্ল্যাকবক্স।

সংবাদ সংস্থা
উগাডুগু শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৪ ০২:৩২
Share: Save:

খোঁজ মিলল ভেঙে পড়া আলজেরীয় বিমানের ধ্বংসস্তূপের। বারকিনা ফাসোর সেনার তরফে ব্রিগেডিয়ার জেনারেল গিলবার্ট দিয়েনগিয়ের আজ জানিয়েছেন, মালির উত্তরে গসি এলাকায় বিমানটি ভেঙে পড়তে দেখেছেন স্থানীয় এক বাসিন্দা। তদন্তকারীদের একটি দল প্রত্যন্ত ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে বলে খবর। ফরাসি সেনার কাছে রয়েছে বিমানটির ব্ল্যাকবক্স।

গত বুধবার রাতে উগাডুগু থেকে আলজিয়ার্স যাওয়ার পথে মালির কাছে ভেঙে পড়েছিল এয়ার আলজেরির বিমান এএইচ ৫০১৭। ফরাসি প্রেসিডেন্ট ফ্রােঁসায়া ওলাঁদ আজ সাংবাদিকদের জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় কারও বেঁচে থাকার কোনও আশা নেই। তাঁর কথায়, “হয়তো আবহাওয়ার গোলযোগের জন্যই বিমানটি ভেঙে পড়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে আসতে চাইছি না আমরা।” তবে মালির রাজনৈতিক অশান্তির জেরে বিমানটিকে গুলি করে নামানো হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ভেঙে পড়া এমডি-৮৩ বিমানটিতে ৫১ জন ফরাসি নাগরিক ছিলেন। এ ছাড়াও স্পেন, লেবানন, আলজেরিয়া, বারকিনা ফাসো, মালি, ক্যামেরুন, বেলজিয়ামের মতো বেশ কয়েকটি দেশের নাগরিকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

মৃতদের পরিবার-পরিজনের অভিযোগ, ভেঙে পড়া বিমানের খবর জানানোর জন্য সংস্থার তরফে কোনও প্রতিনিধিই তাঁদের পাশে এসে দাঁড়াননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

missing Algerian airliner Mali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE