Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বোকো হারামের তাণ্ডব

শনিবার ফের নাইজেরিয়ায় হামলা চালাল বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। ৪৮ ঘণ্টার মধ্যে বোকো হারামের রোষের বলি হয়েছে অন্তত ২০০। পুলিশ জানিয়েছে, শনিবার লেক চাদের কাছে একটি গ্রামে ফের নতুন করে হামলা চালিয়েছে বোকো হারাম।

সংবাদ সংস্থা
আবুজা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০২:১২
Share: Save:

শনিবার ফের নাইজেরিয়ায় হামলা চালাল বোকো হারাম জঙ্গিগোষ্ঠী। ৪৮ ঘণ্টার মধ্যে বোকো হারামের রোষের বলি হয়েছে অন্তত ২০০। পুলিশ জানিয়েছে, শনিবার লেক চাদের কাছে একটি গ্রামে ফের নতুন করে হামলা চালিয়েছে বোকো হারাম। এ দিন সকালে কয়েকটি বাড়ি থেকে ১৩ জন পুরুষকে বার করে এনে গুলি করেছে তারা। নিহত হন ১১ জন। বাকিরা পালিয়ে বেঁচেছেন। গ্রামবাসীদের ধারণা, বোকো হারামে যোগ দেওয়ার জন্য দিন কয়েক আগে ওই গ্রামের কয়েক জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁরা পালিয়ে আসেন। সেই রাগ থেকেই সম্ভবত বোকো হারামের এই হামলা। গত বুধবার থেকেই নাইজেরিয়ার বর্নো জুড়ে চলছে বোকা হারামের তাণ্ডব। বুধবার এক মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে জঙ্গিরা। এমনকী আশপাশের বাড়িতে ঢুকেও তারা হত্যালীলা চালিয়েছে। বাড়ির মহিলারাও বাদ যাননি। এক আত্মঘাতী মহিলা জঙ্গির হামলায় অন্য এক মসজিদে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার মুসা গ্রামে সশস্ত্র বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে তারা। এমনকী ঘর-বাড়িও পুড়িয়ে দিয়েছে তারা। প্রেসিডেন্ট মুহম্মদু বুহারি এমন নৃশংস ঘটনার কড়া নিন্দা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE