Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নরমে-গরমে একশো দিন

দেখতে দেখতে সেঞ্চুরি! আজ, শনিবারই ১০০ দিনে পা রাখল আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:০৮
Share: Save:

দেখতে দেখতে সেঞ্চুরি! আজ, শনিবারই ১০০ দিনে পা রাখল আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কী হলো এই ৩ মাস ১০ দিনে? ট্রাম্প নিজে অবশ্য বলছেন, ‘‘এ-সব টাইমলাইনের কোনও মানে হয় না। নেহাতই হাস্যকর।’’

• ২০ জানুয়ারি, ২০১৭

• দিন ১: হোয়াইট হাউসে পা রেখেই ওবামা-কেয়ার বাতিলের প্রশাসনিক নির্দেশে সই ।

• দিন ২: না-পসন্দ প্রেসিডেন্ট। ভিয়েতনাম যুদ্ধের পর সব চেয়ে বড় প্রতিবাদে সামিল মহিলারা।

• দিন ৪:ফের আঁচড় কলমের। এ বার খারিজ ওবামা আমলের ১১টি দেশের সঙ্গে ট্রান্স-প্যাসিফিক বাণিজ্য চুক্ত

১৯ বার খেলতে গিয়েছেন ‘ট্রাম্প গল্‌ফ কোর্স’-এ।

• দিন ৬: শরণার্থী রুখতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্দেশ।

নরেন্দ্র মোদীকে ফোন।
ভারত আমেরিকার ‘প্রকৃত বন্ধু’, বিবৃতি হোয়াইট হাউসের।

• দিন ৮: ৭টি মুসলিম দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা। যার বিরোধিতা করায় তড়িঘড়ি ছাঁটাই অ্যাটর্নি জেনারেল। ফে়ডেরাল কোর্টের তরফে স্থগিতাদেশ তিন দিনেই।

৬৬টি প্রশাসনিক নির্দেশ এবং বিজ্ঞপ্তিতে সই।

• দিন ১৬: প্রচারের সময় ওবামার বিরুদ্ধে ফোন-ট্যাপের নালিশ হোয়াইট হাউসের।

১১ জন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ। তাঁদের মধ্যে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

• দিন ২৫: রুশ-আঁতাঁতের অভিযোগ ওঠায় ইস্তফা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

• দিন ৪০: মানসিক অসুস্থদের বন্দুক বিক্রি নয়— এই ওবামা-নীতির বিরোধিতায় বিলে সই করলেন ট্রাম্প।

• দিন ৪৬: সংশোধিত ‘মুসলিম-নিষেধাজ্ঞায়’ সই। এ বার ‘নিষিদ্ধ তালিকা’ থেকে বাদ ইরাক।

৭৪ দিন কাটিয়েছেন হোয়াইট হাউসে।

• দিন ৫৬: ফের ধাক্কা কোর্টে। অনির্দিষ্ট কালের জন্য খারিজ ট্রাম্পের নয়া নির্দেশিকা।

• দিন ৬৫: ওবামা-কেয়ারের বিকল্প প্রস্তাব পেশ। সমর্থন মিলল না দলেরই তরফে।

• দিন ৬৭: উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ে অভিনন্দন জানিয়ে ফের ফোন নরেন্দ্র মোদীকে।

• দিন ৬৮: শিল্পের স্বার্থে হোক কার্বন নির্গমন। ওবামার ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ বাতিলের নির্দেশ।

•দিন ৮১: রুশ-মার্কিন সম্পর্কে টানাপড়েন। সিরিয়া নিয়ে চুপ কেন পুতিন, জি-৭ শীর্ষ বৈঠকে তোপ আমেরিকার।

•দিন ৮২: উত্তর কোরিয়াকে ‘শিক্ষা’ দিতে রওনা মার্কিন স্ট্রাইক গ্রুপের। এ দিনই মার-আ-লাগো এস্টেটে বৈঠক চিনা প্রেসিডেন্টের সঙ্গে।

৯০০-রও বেশি টুইট প্রেসিডেন্টের।

•দিন ৯৮: উত্তর কোরিয়া নিয়ে আলোচনায় রাজি। মার্কিন এই অবস্থানকে স্বাগত জানাল চিন।

১০০ দিন

•২৯ এপ্রিল: পেনসিলভ্যানিয়া থেকে বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ বয়কট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE