Advertisement
২০ এপ্রিল ২০২৪
International Yoga Day

১৮০ দেশে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস

আজ ভারত ছাড়াও চিন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, লেবানন, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’। ২০১৬তে বিশ্বের ২০ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন এই যোগ দিবসে। এ বছর সেই সংখ্যাটা অনেক বেশি হবে বলে মনে করছেন অনেকেই।

১৮০টি দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’। ছবি সংগৃহীত।

১৮০টি দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ১৬:২৭
Share: Save:

গোটা দুনিয়ার সঙ্গে নতুন করে যোগসূত্র গড়ে দিয়েছে ‘বিশ্ব যোগ দিবস’। প্রতি বছর ২১ জুন পালিত হবে ‘বিশ্ব যোগ দিবস’, ২০১৪ সালে এই ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখতে দুনিয়ার শতাধিক দেশে প্রায় নিয়মিত যোগাভ্যাস করেন লক্ষ লক্ষ মানুষ। ২০১৬তে বিশ্বের ২০ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন এই যোগ দিবসে। এ বছর সেই সংখ্যাটা অনেক বেশি হবে বলে মনে করছেন অনেকেই।

আজ ভারত ছাড়াও চিন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, লেবানন, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’।

১ • সংযুক্ত আরব আমিরশাহিতে এক দিন আগেই ‘বিশ্ব যোগ দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যাস্থের পর হাজার হাজার মানুষ আরব আমিরশাহির বুর্জ পার্ক, জাবিল পার্ক, বুরহানী কমপ্লেক্স, শারজা ক্রিকেট স্টেডিয়াম-সহ একাধিক জায়গায় জমায়েত হন এই দিনটি উদ্‌যাপনের জন্য।

২ • ভারতের পর চিনেই সবচেয়ে বড় করে ‘বিশ্ব যোগ দিবস’ পালিত হচ্ছে। পূর্ব চিনের ১২টি শহরে ১৭ থেকে ২৫ জুন পর্যন্ত পালিত হচ্ছে যোগ সপ্তাহ। সে দেশের শতাধিক কেন্দ্রে যোগাভ্যাস করতে যোগদান করেছেন লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসে বিশেষ আলোয় সাজল রাষ্ট্রপুঞ্জের সদর দফতর

৩ • মালয়েশিয়াতে এ বছর ‘বিশ্ব যোগ দিবস’-এ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করছেন। এখানে যোগ দিবসে অংশগ্রহণকারীদের সংখ্যাটা গত বছরের তুলনায় দ্বিগুণ। দিনটি উদযাপনের জন্য সিঙ্গাপুরে মোট ৭০টি কেন্দ্রে প্রায় ৮ হাজার মানুষ যোগদান করেছেন যোগাভ্যাসের জন্য।

আরও পড়ুন: যে ১০ যোগাসন করার পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী

৪ • জাপানেও ‘বিশ্ব যোগ দিবস’-এ হাজার হাজার মানুষ যোগদান করেছেন। এ বছরই এপ্রিলে সে দেশে প্রচারে গিয়ে যোগাভ্যাসের গুরুত্ব ব্যাখ্যা করেন শ্রী শ্রী রবিশঙ্কর যা অসংখ্য মানুষকে যোগাভ্যাসের প্রতি আকৃষ্ঠ করেছে।

দেখুন ভিডিও:

৫ • ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালের নেতৃত্বে পাকিস্তানেও পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। মঙ্গলবারই ইসলামাবাদে একটি কর্মশালায় অংশগ্রহণ করে কয়েকশো মানুষ বেশ কয়েকটি যোগাসনের অনুশীলন করেন।

৬ • নেদারল্যান্ডসে ভারতীয় দূতাবাসের উদ্যোগে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। এই নিয়ে তৃতীয় বার এখানে পালিত হচ্ছে এ দিনটি। এ বছর সে দেশে ১ হাজার মানুষ যোগদান করেন।

আরও পড়ুন: মেরিলিনকে যোগে উৎসাহি করেছিলেন ইন্দ্রা দেবী!

৭ • ফ্রান্সেও পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। সে দেশে ভারতীয় রাষ্ট্রদূত মোহন কুমারের উদ্যোগে গত বছরই ৭ হাজারেরও বেশি মানুষ যোগদান করেন যোগাভ্যাসের জন্য। এ বছর সে সংখ্যাটা ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

৮ • ভারতীয় দূতাবাসের উদ্যোগে হাঙ্গেরিতেও পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আজ রাতে চার ঘণ্টা ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে এই বিশেষ দিনটি। বুদাপেস্ট-সহ হাঙ্গেরির মোট ১৫টি শহরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE