Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Python

২৩ ফুটের পাইথন চোখের সামনেই গিলে ফেলল আস্ত মানুষ, দেখুন ভিডিও

নিজের গ্রাম থেকে একটু দূরে কাজে গিয়েছিলেন আকবর সালুবিরো। সন্ধ্যা তখন নেমে গিয়েছে। পাম তেল তৈরি করে জীবিকা নির্বাহ করেন ২৫ বছরের ওই যুবক। প্রতি দিনের মতো সেদিনও তেল তৈরি করতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত গ্রামে।

আস্ত মানুষ গিলে ফেলল পাইথন। ছবি- ইউটিউব

আস্ত মানুষ গিলে ফেলল পাইথন। ছবি- ইউটিউব

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৫:৩৪
Share: Save:

নিজের গ্রাম থেকে একটু দূরে কাজে গিয়েছিলেন আকবর সালুবিরো। সন্ধ্যা তখন নেমে গিয়েছে। পাম তেল তৈরি করে জীবিকা নির্বাহ করেন ২৫ বছরের ওই যুবক। প্রতি দিনের মতো সেদিনও তেল তৈরি করতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত গ্রামে।

তবে, সে দিন যে তাঁর জীবনের শেষ দিন ছিল! অগোচরে লুকিয়ে থাকা মৃত্যুর আঁচ পাননি আকবর।

আরও পড়ুন- দুটো মাথা, তিনটে চোখ, অদ্ভুতদর্শন এই প্রাণীটি কি?

২৫ মার্চ, রবিবার। রাত বেশ অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু তখনও আকবর ঘরে ফেরেননি। উদ্বিগ্ন স্ত্রী মুনু বেরিয়ে পড়েন স্বামীর খোঁজে। সঙ্গ দেয় পাড়া-প্রতিবেশীরাও। এমন সময়ই হঠাত্ বাড়ির পিছনের বাগান থেকে ভেসে আসে আর্তনাদ। ছুটে যান সবাই। ভয়াবহ সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন সকলেই।

পাইথনের পেটের ভিতর আকবর। ছবি- ইউটিউব

প্রায় ২৩ ফুট লম্বা একটি পাইথন আস্ত মানুষ গিলে ফেলছে। পাইথনটি তার শরীরের চাপে মানুষটিকে শ্বাসরুদ্ধ করে সাবারই করে ফেলেছে। জুতোখানা শুধু গিলতে বাকি। সেই জুতোই চিনিয়ে দেয় আকবরকে।

গোটা গ্রামের চেষ্টায় দেড় ফুটের একটি ছুরি দিয়ে পাইথনের পেট কেটে যখন আকবরকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে নিথর হয়ে গিয়েছে তাঁর শরীর।

দেখুন ভিডিও (গ্রাফিক্স ওয়ার্নিং)

গ্রামের সেক্রেটারি সালুবিরো জুনালদি বলেন, “পাইথনের পেট থেকে যখন আকবরকে বের করলাম, তখন সে মারা গিয়েছে। এমন ভয়াবহ দৃশ্য এর আগে কখনও দেখিনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Akbar Salubiro Indoneisa Python
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE